Logo
Logo
×

আন্তর্জাতিক

ইয়েমেনে হামলা চালিয়েছে সৌদি আরব, ব্যাপক ক্ষয়ক্ষতি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৩ পিএম

ইয়েমেনে হামলা চালিয়েছে সৌদি আরব, ব্যাপক ক্ষয়ক্ষতি

ছবি : সংগৃহীত

ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলের সা’দা প্রদেশে সীমান্ত এলাকায় গোলাবর্ষণ করে হামলা চালিয়েছে সৌদি আরব। রোববার (৭ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম আল মাসিরাহর বরাতে জানা যায়, হামলায় বেসামরিক অবকাঠামো ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।

ইয়েমেন কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি আরব দীর্ঘদিন ধরেই দেশটিতে হামলা চালিয়ে আসছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানানোর পর থেকে ইয়েমেনে সৌদি হামলার মাত্রা আরও বেড়েছে।

২০১৫ সালের মার্চে সৌদি আরব তার মিত্রদের সহযোগিতায় এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা রাষ্ট্রগুলোর অস্ত্র ও রসদের সহায়তায় আনসারুল্লাহ হুতি গোষ্ঠীকে দমন এবং রিয়াদপন্থি সরকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ইয়েমেনে ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে।

যুদ্ধের ফলে লাখ লাখ ইয়েমেনি প্রাণ হারিয়েছেন, কিন্তু সৌদি নেতৃত্বাধীন জোট তাদের রাজনৈতিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। বর্তমানে ইয়েমেন বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি অবস্থায় রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন