Logo
Logo
×

আন্তর্জাতিক

ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড মোতায়েনের বিরুদ্ধে বিক্ষোভ, ট্রাম্পের পদত্যাগের দাবি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৩ এএম

ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড মোতায়েনের বিরুদ্ধে বিক্ষোভ, ট্রাম্পের পদত্যাগের দাবি

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রতিবাদে রাস্তায় নেমেছেন কয়েক হাজার বিক্ষোভকারী। তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিয়ে রাজধানীর রাস্তায় মোতায়েনকৃত বাহিনী প্রত্যাহারের দাবি জানান।

রোববার (৭ সেপ্টেম্বর) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে জানানো হয়, ‘উই আর অল ডিসি’ শীর্ষক এই বিক্ষোভে অংশ নেন অবৈধ অভিবাসী, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থকসহ নানা শ্রেণি-পেশার মানুষ। তাদের হাতে থাকা পোস্টারে লেখা ছিল— “ট্রাম্পকে এখনই বিদায় করতে হবে”, “ডিসিকে মুক্ত করো”, “স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো”।

বিক্ষোভকারী অ্যালেক্স লফার বলেন, “আমরা কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করছি। ফেডারেল পুলিশ ও ন্যাশনাল গার্ডকে ডিসির রাস্তায় রাখা যাবে না।”

ট্রাম্প দাবি করেন, আইন-শৃঙ্খলা রক্ষায় এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তিনি সেনা মোতায়েন করেছেন। তিনি রাজধানীর মেট্রোপলিটন পুলিশকে ফেডারেল নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থাসহ (আইসিই) বিভিন্ন বাহিনীকে রাস্তায় নামান।

তবে সমালোচকদের মতে, এটি ফেডারেল ক্ষমতার অপব্যবহার। বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ওয়াশিংটনে সহিংস অপরাধ ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।

বর্তমানে ছয়টি রিপাবলিকান নেতৃত্বাধীন অঙ্গরাজ্য থেকে আসা দুই হাজারের বেশি সেনা ডিসিতে টহল দিচ্ছে। সেনাবাহিনী জানিয়েছে, ডিসিতে ন্যাশনাল গার্ডের দায়িত্ব ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

এদিকে ট্রাম্প শিকাগোতেও ন্যাশনাল গার্ড পাঠানোর ঘোষণা দিয়েছেন, যা স্থানীয় প্রশাসনের সঙ্গে আইনি সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকার জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে আইসিই এজেন্ট ও সামরিক যান পাঠিয়েছে এবং আরও পাঠানোর পরিকল্পনা রয়েছে।

বিক্ষোভকারীরা সতর্ক করে বলেন, “ডিসিতে যা হচ্ছে, তা একনায়কতান্ত্রিক শাসনের প্রতিচ্ছবি। এখনই প্রতিরোধ না গড়লে, এই প্রবণতা ছড়িয়ে পড়বে অন্য শহরেও।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন