Logo
Logo
×

আন্তর্জাতিক

মুম্বাইয়ে জঙ্গি হামলার হুমকি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৯ পিএম

মুম্বাইয়ে জঙ্গি হামলার হুমকি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

ছবি- সংগৃহীত

পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-জিহাদির নামে হুমকি বার্তা পাওয়ার পর মুম্বাইজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শুক্রবার মুম্বাই ট্রাফিক পুলিশের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানো এক বার্তায় দাবি করা হয়, শহরের বিভিন্ন স্থানে ৩৪টি গাড়িতে ‘হিউম্যান বোমা’ বসানো হয়েছে এবং বিস্ফোরণে ৪০০ কেজি আরডিএক্স ব্যবহার করা হবে। বার্তায় আরও বলা হয়, ১৪ জন পাকিস্তানি জঙ্গি ভারতে প্রবেশ করেছে।

মুম্বাই পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, “বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। শহর ও রাজ্যজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হুমকির প্রতিটি দিক যাচাই করা হচ্ছে।”

পুলিশ নাগরিকদের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছে এবং সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখলে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে।

এদিকে, শনিবার অনন্ত চতুর্দশী উপলক্ষে গণেশ বিসর্জনে মুম্বাইয়ের রাস্তায় লাখো ভক্তের সমাগম হবে। আগে থেকেই পূজামণ্ডপ ও বিসর্জন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে লালবাগচা রাজা-সহ বিভিন্ন স্থানে জনসমাগমের কারণে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন