১০০ কোটি রুপির মানহানি মামলা করলেন মিঠুন চক্রবর্তী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১১ পিএম
ছবি- সংগৃহীত
তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানি মামলা করেছেন জনপ্রিয় অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তার অভিযোগ, কুণাল তার এবং তার পরিবারের বিরুদ্ধে অসত্য ও কুরুচিকর মন্তব্য করেছেন, যা তার ব্যক্তিগত ও পেশাগত সম্মানহানির কারণ হয়েছে।
মিঠুনের দাবি, একটি টেলিভিশন সাক্ষাৎকারে কুণাল তাকে চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে যুক্ত বলে উল্লেখ করেন এবং বলেন, দল পরিবর্তন করে তিনি নিজেকে রক্ষা করেছেন। এছাড়া মিঠুনের স্ত্রীকে আর্থিক তছরুপে এবং ছেলেকে ধর্ষণ মামলায় অভিযুক্ত বলে মন্তব্য করেন কুণাল।
এই অভিযোগগুলোকে “সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক প্রতিহিংসা” বলে উল্লেখ করে মিঠুন প্রথমে কুণালকে আইনি নোটিশ পাঠান। তবে সন্তোষজনক জবাব না পাওয়ায় তিনি কলকাতা হাইকোর্টে সরাসরি মানহানি মামলা দায়ের করেন। মামলায় ক্ষতিপূরণ হিসেবে ১০০ কোটি রুপি দাবি করেছেন এবং আদালতের কাছে অনুরোধ করেছেন, কুণাল যেন ভবিষ্যতে এমন মন্তব্য থেকে বিরত থাকেন।
মিঠুন আদালতকে জানান, তিনি রাজ্যসভার সাবেক সদস্য এবং দাদাসাহেব ফালকে ও পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত অভিনেতা। কুণালের মন্তব্যের কারণে তার পেশাগত জীবনেও ক্ষতি হচ্ছে—বিজ্ঞাপন ও চলচ্চিত্র জগতে তাকে নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।
হাইকোর্টের আইনজীবীরা জানিয়েছেন, মামলার জন্য সর্বোচ্চ ৫০ হাজার রুপি কোর্ট ফি জমা দিয়েছেন মিঠুন। আগামী সপ্তাহে মামলাটি শুনানির জন্য উঠতে পারে।
অন্যদিকে কুণাল ঘোষ জানিয়েছেন, চিটফান্ড ইস্যুতে তিনিও মিঠুনের বিরুদ্ধে মামলা করেছেন। তিনি বলেন, “যার মান থাকে, তিনি কি এতবার দলবদল করেন? কোর্টেই সব হবে।”



