মোদির সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক ‘এখন শেষ’: জন বোল্টন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৭ পিএম
ছবি- সংগৃহীত
একসময় ঘনিষ্ঠ ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত সম্পর্ক, তবে সেই সম্পর্ক এখন অতীত বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, বোল্টনের এই মন্তব্য এসেছে এমন সময়, যখন দুই দশকের মধ্যে ভারত-মার্কিন সম্পর্ক সবচেয়ে সংকটপূর্ণ অবস্থায় রয়েছে। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি এবং নয়াদিল্লির প্রতি ধারাবাহিক সমালোচনা এই টানাপোড়েনকে আরও গভীর করেছে।
ব্রিটিশ গণমাধ্যম এলবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বোল্টন বলেন, “ট্রাম্প আন্তর্জাতিক সম্পর্ককে ব্যক্তিগত বন্ধুত্বের ভিত্তিতে বিচার করেন। যেমন, পুতিনের সঙ্গে তার সম্পর্ক ভালো থাকলে তিনি ধরে নেন রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কও ভালো। অথচ বাস্তবতা ভিন্ন।”
তিনি আরও বলেন, “ট্রাম্পের সঙ্গে মোদির একসময় ভালো সম্পর্ক ছিল, কিন্তু তা এখন শেষ। এটি সবার জন্য একটি শিক্ষা—যেমন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের জন্যও—যে ব্যক্তিগত সম্পর্ক সাময়িক সুবিধা দিলেও তা দীর্ঘমেয়াদে রক্ষা করতে পারে না।”
সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বোল্টন অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসনের নীতির কারণে ভারত-মার্কিন সম্পর্ক কয়েক দশক পিছিয়ে গেছে। এর ফলে মোদি রাশিয়া ও চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ হয়েছেন। তার ভাষায়, “বেইজিং নিজেকে যুক্তরাষ্ট্রের বিকল্প শক্তি হিসেবে তুলে ধরছে।”
প্রসঙ্গত, সম্প্রতি জন বোল্টনের মেরিল্যান্ডের বাড়ি ও ওয়াশিংটনের অফিসে তল্লাশি চালিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। গোপন নথি ব্যবহারের অভিযোগে ফৌজদারি তদন্তের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।



