Logo
Logo
×

আন্তর্জাতিক

ফিলিস্তিনি তিন মানবাধিকার সংস্থার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮ এএম

ফিলিস্তিনি তিন মানবাধিকার সংস্থার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের তিনটি প্রভাবশালী মানবাধিকার সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। সংস্থাগুলো হলো আল-হক, ফিলিস্তিনি সেন্টার ফর হিউম্যান রাইটস (পিসিএইচআর) এবং আল-মিজান সেন্টার ফর হিউম্যান রাইটস।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, এসব সংস্থা আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ইসরায়েলি নাগরিকদের তদন্ত, গ্রেফতার, আটক ও বিচার প্রক্রিয়ায় সরাসরি সহায়তা করেছে। এ কারণেই তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে।

ট্রাম্প প্রশাসনও এর আগে আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল, যখন আদালত গাজায় সংঘটিত সম্ভাব্য যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

রুবিও হুঁশিয়ারি দিয়ে বলেন, আইসিসির সার্বভৌমত্বকে অবজ্ঞা করা হলে যুক্তরাষ্ট্র কঠোর প্রতিক্রিয়া জানাবে। আমাদের সেনাবাহিনী, সার্বভৌমত্ব ও মিত্রদের রক্ষায় যারা এই ধরনের আন্তর্জাতিক অপব্যবহারে সহায়তা করবে তাদের শাস্তি দেওয়া হবে।

রামাল্লাহ-ভিত্তিক আল-হক দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি নিপীড়নের জবাবদিহি নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে কাজ করছে এবং আন্তর্জাতিক পর্যায়ে আইনি পদক্ষেপে নেতৃত্ব দিচ্ছে। গাজা সিটির পিসিএইচআর ও আল-মিজান সেন্টার ফর হিউম্যান রাইটস স্বাধীন সংস্থা হিসেবে ইসরায়েলি হামলার ঘটনায় নথিপত্র সংগ্রহ ও নিপীড়নের ঘটনা নথিভুক্ত করছে।

সূত্র: আল-জাজিরা

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন