Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন পুতিন, শি এবং কিম: ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৬ পিএম

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন পুতিন, শি এবং কিম: ট্রাম্প

ছবি : সংগৃহীত

চীনের রাজধানী বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশাল সামরিক কুচকাওয়াজে রাশিয়া ও উত্তর কোরিয়ার নেতাদের উপস্থিতিকে ‘যুক্তরাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র’ হিসেবে অভিহিত করে তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আয়োজিত এই কুচকাওয়াজে চীনের অত্যাধুনিক অস্ত্র প্রদর্শন করা হয়, যার মধ্যে ছিল ডি৫-৫সি ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক অস্ত্র, মানবহীন যুদ্ধযন্ত্র এবং এমন একটি লেজার, যা ইলেকট্রনিক্স ও অন্ধ পাইলটদের ক্ষতিগ্রস্ত করতে সক্ষম বলে ধারণা বিশেষজ্ঞদের।

তিয়ানানমেন গেটে আয়োজিত এই কুচকাওয়াজে শি জিনপিং বলেন, “বিশ্ব এখনও শান্তি অথবা যুদ্ধের বিকল্পের মুখোমুখি,” এবং চীনকে “অপ্রতিরোধ্য” হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প শি জিনপিংকে উদ্দেশ করে বলেন, “আপনারা যেহেতু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনকে আমার উষ্ণ শুভেচ্ছা জানাবেন।” তবে তিনি বার্তার শেষে চীনের জনগণের জন্য “দীর্ঘস্থায়ী ও মহান উদযাপনের” শুভেচ্ছাও জানান।

ট্রাম্পের এই মন্তব্যের জবাবে রাশিয়ার পররাষ্ট্র নীতি-বিষয়ক সহকারী ইউরি উশাকভ বলেন, “কেউ কোনো ষড়যন্ত্র করেনি বা করছে না। এই তিন নেতার কারো মধ্যেই এমন কোনো চিন্তাভাবনা নেই।”

এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক উত্তেজনা বাড়ছে এবং বিশ্ব রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন