পাকিস্তানে পৃথক তিন সন্ত্রাসী হামলায় নিহত ২২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ এএম
ছবি : সংগৃহীত
পাকিস্তানের বালুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক তিনটি সন্ত্রাসী হামলায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কোয়েটার একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ১১ জন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে কোয়েটার শাহওয়ানি স্টেডিয়ামে বালুচিস্তান ন্যাশনাল পার্টি-মেনগাল (বিএনপি-এম) আয়োজিত সমাবেশ শেষে পার্কিং এলাকায় বিস্ফোরণ ঘটে। সরকারি কর্মকর্তা হামজা শফাৎ রয়টার্সকে জানান, সমাবেশ শেষে মানুষ বের হওয়ার সময়ই বিস্ফোরণটি ঘটে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বিএনপি-এম নেতা সাজিদ তারিন জানান, দলটির প্রতিষ্ঠাতা আতাউল্লাহ মেনগালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি শেষে পার্কিং লটের সামনে এই হামলা হয়, যাতে বহু কর্মী হতাহত হয়েছেন।
এর আগে খাইবার পাখতুনখোয়া প্রদেশে জঙ্গিদের হামলায় অন্তত ৬ সেনা নিহত হন। এএফপি জানিয়েছে, ওই হামলার আগে ও পরে সেনাবাহিনীর অভিযানে চার দিনে ৫০ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে।
আরেকটি হামলা ঘটে বালুচিস্তানের ইরান সীমান্তবর্তী এলাকায়, যেখানে ৫ জন নিহত হয়েছেন। তবে এই হত্যাকাণ্ডের দায় এখনো কেউ স্বীকার করেনি2।
এই ধারাবাহিক হামলা পাকিস্তানে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। নিরাপত্তা বাহিনী অভিযান জোরদার করেছে এবং তদন্ত চলছে।



