Logo
Logo
×

আন্তর্জাতিক

সুদানে ভয়াবহ ভূমিধসে এক হাজারের বেশি নিহত, নিশ্চিহ্ন পুরো গ্রাম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ এএম

সুদানে ভয়াবহ ভূমিধসে এক হাজারের বেশি নিহত, নিশ্চিহ্ন পুরো গ্রাম

ছবি : সংগৃহীত

সুদানের দক্ষিণাঞ্চলের মাররা পাহাড়ি অঞ্চলে ভয়াবহ ভূমিধসে একটি গ্রাম পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। প্রাণ হারিয়েছেন এক হাজারেরও বেশি মানুষ। সোমবার (১ সেপ্টেম্বর) সুদান লিবারেশন মুভমেন্ট বা সেনাবাহিনীর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

গত ৩১ আগস্ট ভারী বৃষ্টিপাতের পর এই ভূমিধসের ঘটনা ঘটে। গ্রুপটির প্রধান এক বিবৃতিতে জানান, গ্রামটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে একজন ছাড়া আর কেউ জীবিত নেই। নারী, পুরুষ ও শিশুদের মরদেহ উদ্ধারে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে।

দারফুর অঞ্চলের নিয়ন্ত্রণে থাকা এই গ্রুপটি জানায়, ওই পাহাড়ি এলাকায় বহু মানুষ আশ্রয় নিয়েছিলেন, যারা সুদানের সেনাবাহিনী ও প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে চলমান দ্বন্দ্বের কারণে বাস্তুচ্যুত হয়েছিলেন। অঞ্চলটি এতটাই দুর্গম যে সেখানে পর্যাপ্ত খাবার ও চিকিৎসাসেবা পৌঁছানো কঠিন।

দুই বছর ধরে চলা গৃহযুদ্ধে সুদানের অর্ধেকের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জীবন বাঁচাতে পাহাড়ে আশ্রয় নেওয়া সেই মানুষগুলোই এবার প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারালেন।

সূত্র: সিএনএন

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন