মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানের ইঞ্জিনে আগুন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০১:১৫ পিএম
ছবি : সংগৃহীত
ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে আবারও বড় ধরনের গোলযোগ দেখা দিয়েছে। রোববার (৩১ আগস্ট) সকালে দিল্লি থেকে ইন্দোরগামী এআই ২৯১৩ ফ্লাইটের ডান দিকের ইঞ্জিনে আগুন দেখা দিলে মাঝ আকাশেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর ককপিট কর্মীরা ইঞ্জিনে আগুনের সংকেত পান। সঙ্গে সঙ্গে জরুরি পদক্ষেপ নিয়ে পাইলটরা ইঞ্জিনটি বন্ধ করে দেন এবং বিমানটি নিরাপদে দিল্লিতে ফিরিয়ে আনেন।
এয়ার ইন্ডিয়ার মুখপাত্র এক বিবৃতিতে জানান, “বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং সব যাত্রী সুরক্ষিত রয়েছেন। যাত্রীদের বিকল্প ফ্লাইটে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। বিষয়টি নিয়ন্ত্রক সংস্থাকে জানানো হয়েছে।”
বিমানটিকে আপাতত পরিদর্শনের জন্য গ্রাউন্ডেড করা হয়েছে। সংস্থাটি যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং জানিয়েছে, যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
প্রতিবেদনে আরও বলা হয়, বিমানে দুটি ইঞ্জিন থাকায় একটির ত্রুটি সত্ত্বেও অন্যটি সচল থাকায় বিমানটি কিছুক্ষণ মাঝ আকাশে ভেসে থাকতে সক্ষম হয়। পাইলটের দ্রুত সিদ্ধান্তের ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
এর আগে গত ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনায় পড়ে, যাতে ২৬০ জনের মৃত্যু হয়। সেই ঘটনার পর থেকেই সংস্থার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। এবারের ঘটনা সেই উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।



