Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজা সিটিতে এক হাজারের বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েল

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১১:৩৯ এএম

গাজা সিটিতে এক হাজারের বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েল

ইসরায়েল গাজা সিটির জেইতুন ও সাবরা মহল্লায় ৬ আগস্ট থেকে শুরু হওয়া অভিযানে এক হাজারেরও বেশি ভবন সম্পূর্ণ ধ্বংস করেছে এবং ধ্বংসস্তূপের নিচে শত শত মানুষ আটকা পড়েছে বলে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে।

সংস্থাটি রবিবার এক বিবৃতিতে জানায়, চলমান গোলাবর্ষণ ও অবরুদ্ধ রাস্তার কারণে অনেক উদ্ধার ও সহায়তা কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না।

জরুরি কর্মীরা বহু নিখোঁজ ব্যক্তির খোঁজে অভিযোগ পেলেও সাড়া দিতে পারছেন না, অন্যদিকে হাসপাতালগুলোও আহতদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বলে সংস্থাটি জানায়।

সিভিল ডিফেন্স বলেছে, মাঠ পর্যায়ের দলগুলোর সামর্থ্য চলমান ইসরায়েলি আক্রমণের তীব্রতার সঙ্গে পাল্লা দিতে পারছে না, এমন এক সময়ে গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর অব্যাহত অনুপ্রবেশ নিয়ে গুরুতর উদ্বেগ রয়েছে।

তারা আরো বলেছে, গাজা উপত্যকায় উত্তরে বা দক্ষিণে কোথাও নিরাপদ জায়গা নেই। গোলাবর্ষণ চলছে ঘরবাড়ি, আশ্রয়কেন্দ্র, এমনকি বাস্তুচ্যুত শিবিরগুলোতেও বেসামরিক লোকদের লক্ষ্য করে।

ইসরায়েলি ট্যাঙ্ক ইতোমধ্যে সাবরা মহল্লায় প্রবেশ করেছে এবং গাজা সিটিকে পুরোপুরি দখল করতে ইসরায়েল অগ্রসর হচ্ছে। এতে শহরের প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণ দিকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন