রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ০৪:০০ পিএম
ছবি-সংগৃহীত
আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের এক সপ্তাহ পেরোলেও ইউক্রেন সংকটের কোনো অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়ে বলেছেন, শান্তিচুক্তির জন্য পুতিনকে মাত্র দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে। খবর দ্য গার্ডিয়ান।
শুক্রবার এক বক্তব্যে ট্রাম্প বলেন, “আমি শিগগিরই বড় সিদ্ধান্ত নেব। সেটা হতে পারে কঠোর নিষেধাজ্ঞা, বাড়তি শুল্ক, দুটোই অথবা কিছুই নয়। তবে এটুকু পরিষ্কার যে, এটি তাদের নিজেদের লড়াই।”
ইউক্রেনে হামলা নিয়ে ক্ষোভ
চলতি সপ্তাহে ইউক্রেনের একটি মার্কিন মালিকানাধীন কারখানায় রুশ হামলায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, মস্কো তার সঙ্গে পুতিনের বৈঠক ঠেকাতে সচেষ্ট। তিনি বলেন, “যুদ্ধ থামাতে হলে আলোচনার বিকল্প নেই। কিন্তু রাশিয়া ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করছে।”
রাশিয়ার প্রতিক্রিয়া
অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, পুতিন আলোচনায় বসতে প্রস্তুত আছেন। তবে বৈঠকের এজেন্ডা এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে প্রতিক্রিয়া চাইলে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “দেখা যাক, তারা একসঙ্গে কাজ করতে পারে কি না। পুতিন ও জেলেনস্কি অনেকটা তেল আর পানির মতো—সহজে মেশে না।”
আলাস্কার বৈঠক ও বিশ্বকাপ প্রসঙ্গ
শান্তি প্রক্রিয়ায় তেমন অগ্রগতি না হলেও আলাস্কার লালগালিচায় পুতিনের সঙ্গে তোলা ছবি সাংবাদিকদের দেখিয়ে ট্রাম্প ইঙ্গিত দেন, রুশ প্রেসিডেন্ট হয়তো ২০২৬ ফুটবল বিশ্বকাপে আসতে পারেন। তবে রাশিয়া বর্তমানে ফিফার সব প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ এবং বাছাইপর্বেও অংশ নেয়নি।
অন্যদিকে পুতিন ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করে বলেন, আলাস্কার বৈঠক ছিল খোলামেলা ও ফলপ্রসূ। শুক্রবার একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রে সফরকালে তিনি আশাবাদ ব্যক্ত করেন, শিগগিরই দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথ খুলবে।



