Logo
Logo
×

আন্তর্জাতিক

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেপ্তার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ০২:৪৬ পিএম

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেপ্তার

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে সরকারি তহবিল অপব্যবহারের অভিযোগে আজ শুক্রবার গ্রেপ্তার করেছে দেশটির আর্থিক অপরাধ তদন্ত বিভাগ (এফসিআইডি)। এই ঘটনায় দেশটির রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে লন্ডন সফরের বিষয়ে বিক্রমাসিংহেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। অভিযোগ রয়েছে, প্রেসিডেন্ট থাকাকালীন তিনি স্ত্রীর একটি বিশ্ববিদ্যালয় অনুষ্ঠানে যোগ দিতে সরকারি তহবিল ব্যবহার করেছেন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আজ বিক্রমাসিংহে নিজেই কলম্বোর এফসিআইডি-তে আত্মপক্ষ সমর্থন করে উপস্থিত হন। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁকে হেফাজতে নেওয়া হয়।

বিক্রমাসিংহের সমর্থকরা গ্রেপ্তারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করছেন, অন্যদিকে ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, এটি দুর্নীতি দমন ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ। ঘটনার পর শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন