Logo
Logo
×

আন্তর্জাতিক

বিদেশি পর্যটকদের জন্য বিনামূল্যে ফ্লাইটের টিকিট দেবে থাইল্যান্ড

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০৩:৫০ পিএম

বিদেশি পর্যটকদের জন্য বিনামূল্যে ফ্লাইটের টিকিট দেবে থাইল্যান্ড

ছবি : সংগৃহীত

থাইল্যান্ডে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে নতুন উদ্যোগ নিচ্ছে দেশটির পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয়। পরিকল্পনা অনুযায়ী, আগামী সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তিন মাসে দুই লাখ বিদেশি পর্যটককে বিনামূল্যে অভ্যন্তরীণ বিমানের টিকিট দেওয়া হবে।

ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ‘বাই ইন্টারন্যাশনাল, ফ্রি থাইল্যান্ড ডোমেস্টিক ফ্লাইটস’ নামে এই ক্যাম্পেইনের জন্য ৭০০ মিলিয়ন বাত (২০ মিলিয়ন ডলারের বেশি) বাজেট নির্ধারণ করা হয়েছে। মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এই উদ্যোগ থেকে প্রায় ৮.৮ বিলিয়ন বাত (২৫০ মিলিয়ন ডলারের বেশি) রাজস্ব আসতে পারে। তবে প্রকল্পটি বাস্তবায়নের জন্য এখনো মন্ত্রিসভার অনুমোদন প্রয়োজন।

পর্যটনমন্ত্রী সরাওং থিয়েনথং জানান, আন্তর্জাতিক বিমানের টিকিটধারী পর্যটকরা থাই এয়ারওয়েজ, থাই এয়ারএশিয়া, ব্যাংকক এয়ারওয়েজ, নক এয়ার, থাই লায়ন এয়ার এবং থাই ভিয়েতজেট—এই ছয়টি এয়ারলাইন্সে একবারের জন্য রাউন্ড-ট্রিপ অভ্যন্তরীণ ফ্লাইটে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। এতে ২০ কেজি লাগেজ বহনের সুবিধাও থাকবে।

এই সুবিধা শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য, যারা সরাসরি এয়ারলাইন্সের ওয়েবসাইট বা অনলাইন ট্র্যাভেল এজেন্টের মাধ্যমে আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট বুক করবেন। যারা এখনো টিকিট বুক করেননি, তাদের জন্যই মূলত এই প্রচারণা চালানো হচ্ছে।

প্রতি পর্যটকের জন্য একক যাত্রায় ১,৭৫০ বাত এবং রাউন্ড-ট্রিপে ৩,৫০০ বাত পর্যন্ত সরকারি ভর্তুকি দেওয়া হবে। চিয়াং মাই চেম্বার অব কমার্সের ভাইস-প্রেসিডেন্ট পুনলপ সাইজেউ মনে করেন, উচ্চ মৌসুমে পর্যটক আগমন ইতোমধ্যে ভালো হলেও এই উদ্যোগ কিছুটা সহায়ক হবে। তবে পর্যটন মৌসুমে ভাটা থাকাকালীন সময়ে এ ধরনের প্রচারণা আরও কার্যকর হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

থাইল্যান্ডে চলতি বছরের ১৭ আগস্ট পর্যন্ত ২০.৮ মিলিয়ন বিদেশি পর্যটক এসেছে, যা গত বছরের তুলনায় ৭ শতাংশ কম। পুনলপ সাইজেউ আরও বলেন, অভ্যন্তরীণ বিমান ভাড়ার উচ্চতা এখনো অনেক পর্যটকের জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাই সরকারের উচিত এ খাতে অতিরিক্ত তহবিল বরাদ্দ করা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন