১ হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর করল রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১২:১০ পিএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতির আলোচনার মধ্যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সেনাদের মরদেহ বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) রাশিয়া কিয়েভকে ১ হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর করেছে, আর ইউক্রেন মস্কোকে ফিরিয়ে দিয়েছে ১৯ জন রুশ সেনার মরদেহ।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহকারী ও মুখপাত্র ভ্লাদিমির মেডিনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তুরস্কের ইস্তাম্বুলে গত তিন মাস ধরে চলমান শান্তি সংলাপের অংশ হিসেবেই এই মরদেহ বিনিময়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংলাপের মূল লক্ষ্য ‘ইস্তাম্বুল চুক্তি’ নামে একটি শান্তি চুক্তিতে পৌঁছানো।
মে মাসে শুরু হওয়া এই সংলাপের প্রথম ধাপে ২ জুন দুই দেশ ৬ হাজার করে মোট ১২ হাজার সেনার মরদেহ এবং ১ হাজার করে মোট ২ হাজার জীবিত যুদ্ধবন্দি বিনিময় করেছিল। এরপর জুলাইয়ের শেষ দিকে আরও ১ হাজার ২০০ জন করে মোট ২ হাজার ৪০০ জন যুদ্ধবন্দি বিনিময়ে সম্মত হয় রাশিয়া ও ইউক্রেন।
চলমান আলোচনার ধারাবাহিকতায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসান ইস্যুটি এখন আরও গুরুত্ব পাচ্ছে। ২০২২ সালে শুরু হওয়া এই যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে মধ্যস্থতার ভূমিকা পালন করছে। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সূত্র : আরটি



