Logo
Logo
×

আন্তর্জাতিক

রাশিয়া-ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছাড় দিতে হবে: মার্কো রুবিও

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১০:০৮ এএম

রাশিয়া-ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছাড় দিতে হবে: মার্কো রুবিও

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে শান্তিচুক্তির পথে এগোতে হলে উভয় দেশকেই কিছু ভূখণ্ডগত ছাড় দিতে হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটা সহজ নয়, হয়তো ন্যায়সংগতও নয়, কিন্তু যুদ্ধ শেষ করতে হলে এমনটিই করতে হবে।

রুবিও জানান, ঠিক কোন সীমারেখা হবে তা নির্ধারণ করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের ভূমিকা হবে কেবল উভয় পক্ষের মধ্যে যোগাযোগ নিশ্চিত করা। তিনি বলেন, আমরা সেখানে সমন্বয় করার জন্য থাকব।

গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের বৈঠকেও উপস্থিত ছিলেন রুবিও।

এদিকে ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা গড়ে তুলতে যুক্তরাষ্ট্র ইউরোপীয় মিত্রদের পাশাপাশি অ-ইউরোপীয় দেশগুলোর সঙ্গেও কাজ করছে বলে জানিয়েছেন রুবিও। তিনি বলেন, শান্তিচুক্তির পর কার্যকর হতে হবে এই নিশ্চয়তা, যাতে ইউক্রেন ভবিষ্যতের জন্য নিরাপদ বোধ করে।

তার ভাষায়, অনেক দেশই ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা দিতে প্রস্তুত। তবে ইউক্রেনীয়রা জানিয়েছেন, তাদের ভবিষ্যতের সবচেয়ে বড় ভরসা হবে একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন