Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের তেল শোধনাগারে নিহত ৩

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ০৪:১৩ পিএম

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের তেল শোধনাগারে নিহত ৩

ছবি : সংগৃহীত

ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলের বাজান (BAZAN) তেল শোধনাগারে আঘাত হানায় তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম। হিব্রু ভাষার দৈনিক ‘ইসরাইল হায়োম’ জানিয়েছে, গত ১৭ জুন ভোরের আগে রিফাইনারিটির একটি অভ্যন্তরীণ কক্ষে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানলে সেখানে অবস্থানরত তিনজন ধ্বংসস্তূপ ও আগুনে আটকা পড়ে প্রাণ হারান।

বার্তা সংস্থা মেহের সোমবার (১৮ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরে। প্রতিবেদনে আরও বলা হয়, হামলার ফলে ইসরাইলের জ্বালানি অবকাঠামো ও আলোকসজ্জা ব্যবস্থায় বড় ধরনের ক্ষতি হয়। বাজান কর্তৃপক্ষ এক ঘোষণায় জানিয়েছে, সব স্থাপনা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আগামী কয়েক মাসে ধাপে ধাপে উৎপাদন পুনরায় শুরু হবে।

প্রাথমিকভাবে কোম্পানিটি ধারণা করছে, এ হামলায় তাদের প্রায় ১৫০ থেকে ২০০ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।

উল্লেখ্য, ইসরাইল গত ১৩ জুন থেকে টানা ১২ দিন ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে আগ্রাসন শুরু করে। এর জবাবে ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতাঞ্জ, ফোর্ডো ও ইসফাহানে অবস্থিত তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।

ইসরাইলের আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এয়ারোস্পেস ফোর্স ‘ট্রু প্রমিজ–৩’ অভিযানের অংশ হিসেবে ইসরাইলের দখলকৃত ভূখণ্ডজুড়ে ২২ দফা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা ইসরাইলের বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি ডেকে আনে।

এছাড়া, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানি সশস্ত্র বাহিনী কাতারের আল-উদেইদ এয়ারবেসে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। পরদিনই যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির আহ্বান জানায়, যা ২৪ জুন থেকে কার্যকর হয় এবং সংঘর্ষ বন্ধ হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন