জেলেনস্কি চাইলে রাশিয়ার সঙ্গে তাৎক্ষণিক যুদ্ধ শেষ করতে পারে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ০২:১৩ পিএম
ছবি : সংগৃহীত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, ইউক্রেন চাইলে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ তাৎক্ষণিকভাবে শেষ করতে পারে। সোমবার (১৭ আগস্ট) এই মন্তব্য করেন ট্রাম্প। খবর এনডিটিভির।
বৈঠকের কয়েক ঘণ্টা আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লেখেন, “ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি চাইলে, তাৎক্ষণিকভাবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে পারেন, অথবা তিনি যুদ্ধ চালিয়ে যেতে পারেন।”
তিনি আরও লেখেন, “ওবামাকে ক্রিমিয়া ফেরত দেওয়া হবে না (১২ বছর আগে, কোনো গুলি ছাড়াই!), এবং ইউক্রেনও ন্যাটোতে যোগ দেবে না। কিছু জিনিস কখনও বদলায় না!”
এছাড়া ট্রাম্প ২০১৪ সালে ওবামা প্রশাসনের সময় ক্রিমিয়া রাশিয়ার সঙ্গে সংযুক্ত হওয়ার প্রসঙ্গও উল্লেখ করেন এবং ইউক্রেনের ন্যাটোতে যোগদানের সম্ভাবনাকে নাকচ করে দেন।
অন্য এক পোস্টে ট্রাম্প জানান, “আগামীকাল হোয়াইট হাউসে একটি বড় দিন। ইউরোপীয় এবং ন্যাটো নেতারা জেলেনস্কির সঙ্গে বৈঠকে যোগ দেবেন। এত ইউরোপীয় নেতা একসঙ্গে আগে কখনও আসেননি। তাদের আতিথ্য দিতে পেরে আমি সম্মানিত।”



