নাইজেরিয়ার সোকোটোতে নৌকাডুবি, ৪০ জনের বেশি নিখোঁজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫২ এএম
ছবি : সংগৃহীত
নাইজেরিয়ার সোকোটো প্রদেশে যাত্রীবাহী একটি নৌকা ডুবে ৪০ জনের বেশি মানুষ নিখোঁজ হয়েছেন। রোববার দেশটির জরুরি ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
সংস্থাটি জানিয়েছে, দুর্ঘটনার সময় নৌকাটিতে ৫০ জনেরও বেশি যাত্রী ছিলেন। এদের মধ্যে প্রায় ১০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
নাইজেরিয়ায় বর্ষাকালে নদী ও হ্রদের পানি বেড়ে যাওয়ায় এবং অতিরিক্ত যাত্রীবোঝাই ও রক্ষণাবেক্ষণের অভাবে প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে।
শুধু গত সপ্তাহেই মধ্য নাইজার প্রদেশে নৌকাডুবিতে ১৩ জনের মৃত্যু হয়। গত মাসে জিগাওয়া প্রদেশে কৃষিকাজ শেষে বাড়ি ফেরার পথে ৬ তরুণী নৌকাডুবিতে প্রাণ হারান।
এর আগে ২০২৪ সালের আগস্টে সোকোটোতেই ধানক্ষেতে যাওয়ার সময় কাঠের নৌকা ডুবে অন্তত ১৬ জন কৃষকের মৃত্যু হয়।
সূত্র: শাফাক নিউজ



