Logo
Logo
×

আন্তর্জাতিক

তেলআবিবে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা , আতঙ্কে পালাল লাখো ইসরাইলি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১০:৪৬ এএম

তেলআবিবে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা , আতঙ্কে পালাল লাখো ইসরাইলি

ছবি : সংগৃহীত

ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা ইসরাইলের তেলআবিবের উপশহরে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে ‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি বিশেষ সামরিক অভিযান চালিয়েছে। হামলার পর বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে এবং লাখ লাখ ইসরাইলি আতঙ্কে নিরাপদ আশ্রয়কেন্দ্রে ছুটেছে।

রোববার (১৭ আগস্ট) এক বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ তথ্য জানান। তিনি দাবি করেন, ইসরাইলি বিমানবন্দরে চালানো অভিযান সফল হয়েছে এবং এতে জায়নিস্টরা ব্যাপকভাবে আতঙ্কিত হয়ে আশ্রয়কেন্দ্রে পালাতে বাধ্য হয়েছে।

জেনারেল সারি বলেন, “এই অভিযান নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সহায়তার অংশ হিসেবে এবং গাজার বাসিন্দাদের বিরুদ্ধে গণহত্যা ও অনাহারে মৃত্যুর প্রতিক্রিয়ায় চালানো হয়েছে। একইসঙ্গে এটি ইয়েমেনের ওপর শত্রু আগ্রাসনের জবাব।”

তিনি আরও বলেন, “গত দুই বছর ধরে গাজায় যা চলছে, তা প্রমাণ করে ইসরাইলি শত্রুর হাতে ফিলিস্তিনিসহ মুসলিম বিশ্বের রক্ত ঝরছে।” এ সময় তিনি ইসলামি বিশ্বের নীরবতার তীব্র সমালোচনা করেন এবং গাজার জনগণের ওপর চলমান গণহত্যা ও অবরোধের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের অভাবের কথা তুলে ধরেন।

জেনারেল সারি জানান, “ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর অভিযান অব্যাহত থাকবে, যতক্ষণ না যুদ্ধ বন্ধ হয় এবং গাজার অবরোধ প্রত্যাহার করা হয়।”

সূত্র: মেহের নিউজ

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন