Logo
Logo
×

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার সুলাওয়েসিতে ৬ মাত্রার ভূমিকম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ০১:২২ পিএম

ইন্দোনেশিয়ার সুলাওয়েসিতে ৬ মাত্রার ভূমিকম্প

ছবি : সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপদেশ ইন্দোনেশিয়ার সুলাওয়েসি অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (১৭ আগস্ট) ভোরে রিখটার স্কেলে ৬ মাত্রার এই ভূমিকম্পে অন্তত ২৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনবিপি)। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। এর প্রভাবে পসো অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয় এবং আশপাশের এলাকাও কেঁপে ওঠে। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

ভূতাত্ত্বিকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকা ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প, অগ্ন্যুৎপাত ও সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে। দেশটির জনসংখ্যা সাড়ে ২৭ কোটির বেশি এবং এটি প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত, যেখানে টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণে ভূমিকম্পের প্রবণতা বেশি।

এর আগে ২০০৯ সালে পাদাংয়ে ৭.৬ মাত্রার ভূমিকম্পে এক হাজার ১০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। ২০০৪ সালে সুমাত্রার উপকূলে ৯.১ মাত্রার ভূমিকম্প ও পরবর্তী সুনামিতে প্রাণ হারিয়েছিলেন প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ।

শুধু ইন্দোনেশিয়া নয়, জাপানসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশও ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন