আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক, চুক্তিহীন ইতিবাচক আলোচনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ০৯:৪০ এএম
ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প/ ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রের আলাস্কায় বৈঠকে বসেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক ঘণ্টাব্যাপী এ বৈঠককে ‘ইতিবাচক’ হিসেবে আখ্যায়িত করেছেন ট্রাম্প। তবে আলোচনার শেষে কোনো যুদ্ধবিরতি বা চুক্তি ঘোষণা হয়নি।
ট্রাম্প জানিয়েছেন, বৈঠকের আলোচনাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে চুক্তি করা সম্ভব। তবে যুদ্ধ বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত ইউক্রেন ও ইউরোপের হাতেই থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে প্রথমে কথা বলেন পুতিন। তিনি জানান, বৈঠকে বিভিন্ন বিষয়ে দুই দেশ একমত হলেও বিস্তারিত প্রকাশ করেননি। ইউক্রেনে হামলার কারণ হিসেবে যে সমস্যার কথা তিনি বারবার উল্লেখ করেছেন, সেটির স্থায়ী সমাধান ছাড়া দীর্ঘমেয়াদি কোনো চুক্তি সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।
এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করারও ইঙ্গিত দেন রুশ প্রেসিডেন্ট। তার ভাষায়, আজকের বৈঠক কেবল ইউক্রেন সংকট সমাধানের শুরু নয়, বরং রাশিয়া-যুক্তরাষ্ট্রের মধ্যে বাস্তবসম্মত সম্পর্ক পুনরুদ্ধারের পথ খুলে দেবে। তিনি আরও দাবি করেন, ট্রাম্প ক্ষমতায় থাকলে হয়তো রাশিয়া ইউক্রেনে হামলা চালাত না।
পুতিনের বক্তব্যের পর ট্রাম্প জানান, বেশিরভাগ বিষয়ে তারা একমত হলেও কিছু বড় বিষয়ে অমত থাকায় চুক্তি হয়নি। তিনি বলেন, অনেক বিষয়ে আমরা একমত হয়েছি, তবে কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে হয়নি। চুক্তি না হওয়া পর্যন্ত কোনো চুক্তি নেই। শিগগিরই ন্যাটো ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে আলোচনার ব্যাপারে অবহিত করব।
সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনের শেষে পুতিন ট্রাম্পকে মস্কো সফরের আমন্ত্রণ জানান। জবাবে ট্রাম্প বলেন, তারও মনে হয় মস্কোতে বৈঠক হতে পারে। তবে সেদিন দুজনের কেউ সাংবাদিকদের প্রশ্ন নেননি।
সূত্র: সিবিএস



