Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তানে সেনাবাহিনীর ‘রকেট ফোর্স কমান্ড’ গঠনের ঘোষণা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০২:০৪ পিএম

পাকিস্তানে সেনাবাহিনীর ‘রকেট ফোর্স কমান্ড’ গঠনের ঘোষণা

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আধুনিক প্রযুক্তিসম্পন্ন সেনা শাখা ‘রকেট ফোর্স কমান্ড’ গঠনের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ৭৮তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেওয়া এ ঘোষণায় তিনি জানান, এই বাহিনী শত্রুকে সব দিক থেকে আঘাত হানতে সক্ষম হবে।

শাহবাজ শরিফ বলেন, ঐক্য, ঈমান ও শৃঙ্খলার ভিত্তিতে পাকিস্তান এগিয়ে যাবে এবং জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে ‘চার্টার অব স্ট্যাবিলিটি’ হওয়া জরুরি। তিনি মুক্তিযুদ্ধের শহীদ, দেশের প্রতিষ্ঠাতা ও পাকিস্তান আন্দোলনের নেতাদের শ্রদ্ধা জানান এবং পাকিস্তানের জন্মকে দ্বি-জাতি তত্ত্বের বিজয়ের প্রতীক হিসেবে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী দাবি করেন, ইতিহাসে অল্প কিছু মানুষই গতিপথ বদলে দেন এবং ভারত মিথ্যা অভিযোগে পাকিস্তানের ওপর আক্রমণ করলেও চার দিনের মধ্যে তাদের অহংকার ভেঙে পড়ে। সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ সেনা কর্মকর্তাদের প্রশংসা করে তিনি তাদের প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকার যোগ্য বলে অভিহিত করেন।

তিনি উল্লেখ করেন, ২০২৫ সালের ১০ মে থেকে একটি নতুন পাকিস্তান যেকোনো শত্রুর বিরুদ্ধে শক্ত প্রতিক্রিয়া দিতে প্রস্তুত। পাকিস্তানের পারমাণবিক সক্ষমতাকে তিনি প্রতিরক্ষার স্তম্ভ হিসেবে বর্ণনা করে চীন, সৌদি আরব, তুরস্ক, আজারবাইজান ও ইরানের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।

কাশ্মীর ও ফিলিস্তিন প্রসঙ্গে শাহবাজ শরিফ জানান, ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত পাকিস্তানের অক্লান্ত সমর্থন অব্যাহত থাকবে। তিনি দাবি করেন, কাশ্মীরে সহিংসতায় এ পর্যন্ত ৯০ হাজার মানুষ নিহত হয়েছেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘ব্যাটল ফর ট্রুথ’ শীর্ষক ডিজিটাল স্মৃতিসৌধ উন্মোচন করেন, যেখানে সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, সাইবার ও মহাকাশ প্রতিরক্ষার প্রতীক তুলে ধরা হয়। ইসলামাবাদের জিন্নাহ স্পোর্টস স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি, সেনাপ্রধান আসিম মুনিরসহ দেশি-বিদেশি বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

সূত্র: সামা টিভি

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন