এমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স ফাইল ফটো
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে হত্যার হুমকি দিয়েছেন ডেভিড ড্যানিয়েল কোহেন নামে এক ইহুদি রাব্বি। সামাজিক মাধ্যম ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে মাখোঁকে উদ্দেশ করে তিনি বলেন, ‘কফিনে ঢোকার জন্য প্রস্তুত হতে হবে এই ফরাসি প্রেসিডেন্টকে।’ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে প্যারিস প্রসিকিউটরস অফিস।
ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স ২৪-এর প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার প্রসিকিউটরস অফিস জানায় যে, কোহেনের এই বক্তব্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ফরাসি সরকারের ঘোষণার পর এসেছে। কোহেন অভিযোগ করেন, মাখোঁ ঈশ্বরের বিরুদ্ধে কথা বলেছেন এবং আগামী সেপ্টেম্বরের মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি মাখোঁকে চরম ইহুদিবিদ্বেষী বলেও উল্লেখ করেন।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতেইলু সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট দিয়ে এই বক্তব্যের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, এটি প্রথম নয়—মাখোঁকে একাধিকবার ভয়ংকর ও অপমানজনক হুমকি দিয়েছেন কোহেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
রেতেইলু জানান, ফরাসি সরকারের অনলাইন নজরদারি প্ল্যাটফর্ম ‘ফ্যারোস’ বিষয়টি সম্পর্কে অবগত হয়েছে এবং ফৌজদারি কার্যবিধির ৪০ ধারার অধীনে বিচার বিভাগে পাঠানো হয়েছে।
এদিকে ফ্রান্সের প্রধান রাব্বি হাইম করসিয়া কোহেনের বক্তব্যকে অসহনীয় আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, কোহেন কখনো ফ্রান্সে কোনো রাব্বিনিক পদে ছিলেন না এবং ফরাসি কোনো রাব্বিনিক স্কুল থেকেও প্রশিক্ষণ নেননি।



