ইসরায়েলের গুরুত্বপূর্ণ চার স্থাপনায় হুথিদের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০১:০৭ পিএম
ছবি- সংগৃহীত
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের চারটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে। তারা জানিয়েছে, হাইফা, নেগেভ, উম্মে আল-রাশরাশ এবং বেয়ারশেবা অঞ্চলে এই হামলা পরিচালিত হয়। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে এই হামলা চালানো হয়েছে এবং তা সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
হুথি গোষ্ঠী জানিয়েছে, যতদিন ইসরায়েল গাজায় আগ্রাসন চালিয়ে যাবে এবং অবরোধ তুলে না নেবে, ততদিন তারা এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
গাজায় চলমান সংঘর্ষে এখন পর্যন্ত ৬১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় দেড় লাখ। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৭৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুজন দুর্ভিক্ষে প্রাণ হারিয়েছেন এবং ১৯ জন খাদ্য সহায়তা নিতে গিয়ে নিহত হয়েছেন।
ইউরোপীয় ইউনিয়নসহ ২৬টি দেশ গাজার মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
আরএস/



