Logo
Logo
×

আন্তর্জাতিক

আন্তর্জাতিক আদালতের রায়কে স্বাগত জানিয়ে ভারতকে সিন্ধু চুক্তিতে ফিরে আসার আহ্বান পাকিস্তানের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৩:৫০ পিএম

আন্তর্জাতিক আদালতের রায়কে স্বাগত জানিয়ে ভারতকে সিন্ধু চুক্তিতে ফিরে আসার আহ্বান পাকিস্তানের

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক সালিশি আদালতের রায়কে স্বাগত জানিয়ে ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তিতে ফিরে আসার আহ্বান জানিয়েছে পাকিস্তান। মঙ্গলবার এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আদালত নির্দেশ দিয়েছেন—সিন্ধু অববাহিকার পশ্চিমাঞ্চলীয় তিন নদী সিন্ধু, ঝিলাম ও চেনাবের পানিপ্রবাহ বাধামুক্ত রাখতে হবে এবং ভারতকে চুক্তিতে ফিরে আসতে হবে।

পাকিস্তান বলেছে, তারা প্রত্যাশা করে ভারত বিশ্বস্ততার সঙ্গে চুক্তির বাধ্যবাধকতা পূরণ করবে এবং পানিবণ্টন চুক্তি স্বাভাবিক করার কার্যক্রম শুরু করবে। বিবৃতিতে ভারতকে চুক্তিতে ফিরে আসার জন্য সরাসরি আহ্বান জানানো হয়েছে।

গত ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় ২৫ জন ভারতীয় ও একজন নেপালি পর্যটক নিহত হন। পাকিস্তানি কাশ্মিরভিত্তিক জঙ্গিগোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এ হামলার দায় স্বীকার করে। হামলার পর ভারত তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করে, যার ফলে পাকিস্তানের কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

চুক্তি স্থগিতের পর পাকিস্তান আন্তর্জাতিক সালিশি আদালতে মামলা করে। গত ৮ আগস্ট আদালত রায় দেন, যেখানে ভারতকে চুক্তি সচল করার নির্দেশ দেওয়া হয়। তবে রায়ের পর ভারত এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

উল্লেখ্য, ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, পূর্বাঞ্চলীয় তিন নদী ইরাবতী, বিপাশা ও শতদ্রুর পানি ব্যবহারের অধিকার পায় ভারত, আর পশ্চিমাঞ্চলীয় তিন নদী সিন্ধু, ঝিলাম ও চেনাবের অধিকাংশ পানি ব্যবহারের অধিকার পায় পাকিস্তান। চুক্তিতে একতরফাভাবে বাতিল বা স্থগিত করার সুযোগ নেই, বরং বিরোধ নিষ্পত্তির জন্য নির্ধারিত প্রক্রিয়া রয়েছে।

পাকিস্তানের কৃষি, শহর ও জ্বালানি ব্যবস্থার জন্য এই তিন নদীর পানি অপরিহার্য। দেশটির সেচব্যবস্থা বিশ্বের অন্যতম বৃহত্তম, যা প্রায় পুরোপুরি পশ্চিমাঞ্চলীয় নদীগুলোর নিরবচ্ছিন্ন প্রবাহের ওপর নির্ভরশীল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন