মোদিকে বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু কাসপারভের উপদেশ
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০১:০১ পিএম
ছবি-সংগৃহীত
সাদা-কালো বোর্ডের লড়াইয়ে বিশ্বনন্দিত রুশ দাবাড়ু গ্যারি কাসপারভ। তার চালে কিস্তিমাত হয়েছেন বহু দাবা-যোদ্ধা। কিন্তু বিশ্ব রাজনীতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চাল সম্পর্কেও সচেতন তিনি। তাই এবার পুতিনের সঙ্গে ‘বন্ধুত্ব’ নিয়ে সাবধান করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
পুতিনের দীর্ঘদিনের কট্টর সমালোচক এবং বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী কাসপারভ মোদিকে সতর্ক করে বলেছেন যে, ‘রাশিয়ার প্রেসিডেন্টকে বিশ্বাস করা কঠিন। তিনি যেকোনো সময় আপনাকে ও গোটা ভারতকেই বেচে দিতে পারেন।’
গ্যারি কাসপারভের এই সতর্কবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে ভ্লাদিমির পুতিনের কথোপকথনের টুইটের পরে প্রকাশিত হয়, যেখানে ভারত-রাশিয়া সম্পর্ক জোরদার করার উপর আলোকপাত করা হয়েছিল।
এক্সে মোদি পোস্ট করেছেন, ‘আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনের সাথে খুব ভালো এবং বিস্তারিত আলোচনা হয়েছে। ইউক্রেনের সর্বশেষ পরিস্থিতি ভাগ করে নেয়ার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। আমরা আমাদের দ্বিপাক্ষিক কর্মসূচীর অগ্রগতিও পর্যালোচনা করেছি এবং ভারত-রাশিয়ার বিশেষ এবং সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার জন্য আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। আমি এই বছরের শেষের দিকে ভারতে প্রেসিডেন্ট পুতিনকে আতিথ্য দেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ভারতের উপর ৫০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের পর প্রধানমন্ত্রী মোদির এই পোস্ট। ট্রাম্প এই শুল্ক আরোপ করেছেন কারণ ভারত রাশিয়ার তেলের নিয়মিত ক্রেতা। ভারত এই পদক্ষেপকে ‘অন্যায্য এবং অযৌক্তিক’ বলে অভিহিত করেছে। ভারত ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক থাকলেও দাবা কিংবদন্তি গ্যারি কাসপারভ বিশ্বাস করেন যে পুতিন একজন আদর্শ বন্ধু নন, এমনকি নির্ভরতার দিক থেকে তাকে ডনাল্ড ট্রাম্পের চেয়েও নীচের দিকে রেখেছেন। পুতিনের সঙ্গে মোদির ফোনালাপের প্রসঙ্গ টেনে কাসপারভ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘গণহত্যাকারী যুদ্ধাপরাধী ভ্লাদিমির পুতিন আপনার বন্ধু? নিজের স্বৈরাচারী শাসন দীর্ঘায়িত করার জন্য আপনার এই বন্ধু আপনাকে ও গোটা ভারতকে বেচে দিতে পারেন। ডনাল্ড ট্রাম্প একজন ভাঁড়। কিন্তু তিনি অন্তত একটা কিছু ভালো বিষয়ের পক্ষে দাঁড়িয়েছেন।’
প্রসঙ্গত, ২০২২ সালে রাশিয়ার বিচারমন্ত্রক কাসপারভকে “বিদেশি এজেন্টদের” তালিকায় যুক্ত করেছে। গতবছর তাকে জঙ্গি তকমাও দেয়া হয়। যদিও কাসপারভ এই মুহূর্তে রাশিয়ার বাসিন্দা নন। নিপীড়ন এবং প্রাণনাশের আশঙ্কায় সেই ২০১৪ সালে রাশিয়া ছাড়েন তিনি।
সূত্র : ফার্স্টপোস্ট



