গৃহহীনদের অবশ্যই ওয়াশিংটন ডিসি ছাড়তে হবে : ট্রাম্প
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ এএম
ছবি-সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শহরের অপরাধ দমনের প্রতিস্রুতির অংশ হিসেবে গৃহহীনদের অবশ্যই ওয়াশিংটন ডিসি থেকে 'সরে যেতে হবে'।
রোববার ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করেন: 'আমরা আপনাদের থাকার জায়গা দেব, কিন্তু রাজধানী থেকে দূরে।' তিনি আরও বলেন, শহরকে 'আগের চেয়েও নিরাপদ ও সুন্দর' করার পরিকল্পনা নিয়ে সোমবার তিনি সংবাদ সম্মেলন করবেন।
তবে এর প্রতিক্রিয়ায় ওয়াশিংটন ডিসির ডেমোক্র্যাট মেয়র মুরিয়েল বাউজার বলেন, 'আমাদের এখানে অপরাধ বাড়েনি।'
গত মাসে ট্রাম্প একটি আদেশে সই করেন। ওই আদেশের ফলে গৃহহীনদের গ্রেপ্তার করা সহজ হয়ে যায়। গত সপ্তাহে ওয়াশিংটন ডিসির রাস্তায় ফেডারেল আইন প্রয়োগকারী বাহিনী মোতায়েনের নির্দেশও দেন তিনি।
রোববার ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, 'গৃহহীনদের অবশ্যই, অবিলম্বে সরে যেতে হবে।'
তিনি আরও বলেন, 'আমরা আপনাদের থাকার জায়গা দেব, কিন্তু রাজধানী থেকে দূরে। আর অপরাধীদের সরতে হবে না। আমরা তোমাদের জেলে পুরব, যা তোমাদের আসল জায়গা।'



