গাজায় যুদ্ধ বন্ধে নেতানিয়াহুর পাঁচ নীতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৯:২৫ পিএম
ছবি : সংগৃহীত
হামাসকে ক্ষমতা থেকে সরিয়ে গাজায় নিরাপত্তা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আগে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইসরাইল গাজার সঙ্গে সীমান্তে একটি ‘নিরাপত্তা অঞ্চল’ গড়ে তুলবে এবং অঞ্চলটির নিরাপত্তা নিয়ন্ত্রণ নিজের হাতে নেবে।
নেতানিয়াহু গাজায় চলমান যুদ্ধের অবসানে ইসরাইলের পাঁচ দফা নীতির রূপরেখা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—হামাসের নিরস্ত্রীকরণ, সকল জিম্মির মুক্তি, গাজা উপত্যকার অসামরিকীকরণ, অতিরিক্ত নিরাপত্তা নিয়ন্ত্রণ গ্রহণ এবং হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ নয়, এমন একটি বিকল্প বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা।
তিনি বলেন, “গাজার মানুষ হামাসের কবল থেকে মুক্তি চায়। আমাদের লক্ষ্য গাজা দখল নয়, বরং এটিকে মুক্ত করা।” নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী, হামাস যদি অস্ত্র সমর্পণ করে এবং জিম্মিদের মুক্তি দেয়, তাহলে যুদ্ধ শেষ হতে পারে।
ইসরাইলের এই অবস্থান আন্তর্জাতিক মহলে বিতর্কের জন্ম দিয়েছে। গাজায় সামরিক উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা এবং বিকল্প প্রশাসন গঠনের প্রস্তাবকে অনেকেই দখলদারিত্বের নতুন রূপ হিসেবে দেখছেন।



