তুরস্কের সংসদে মারামারি, ভিডিও ভাইরাল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ০৯:৫৭ এএম
তুরস্কে কারাবন্দি এক বিরোধী নেতাকে নিয়ে বিতর্কের সময় সংসদে মারামারির ঘটনা ঘটেছে। বিরোধী এক নেতার ওপর হামলার পর এই ঘটনা ঘটে। যাকে নিয়ে বিতর্ক শুরু হয় সরকারবিরোধী বিক্ষোভোর জন্য তিনি কারাগারে আছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিরোধী দলের ডেপুটি আহমেদ সিক ডায়াসে দাঁড়িয়ে কারবন্দি নেতার পক্ষে কথা বলছিলেন। এ সময় ক্ষমতাসীন দল একেপি পার্টির সদস্যরা তাকে মারার জন্য ছুঁটে যান। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে তুমুল মারামারি হয়।
জানা গেছে, আতালে নামের বিরোধী নেতাকে ২০২২ সালে সরকারবিরোধী বিক্ষোভের জন্য ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার সঙ্গে আরও কয়েকজনকে সাজা দেওয়া হয়।
তবে কারগারে থাকলেও গত নির্বাচনে তিনি তুরস্কের ওয়ার্কার্স পার্টি থেকে জয় লাভ করেন। এরপর পার্লামেন্ট তার সদস্যপদ বাতিল করলেও আদালত তার সদস্যপদ বহাল রাখেন।
সিক একেপি আইনপ্রণেতাদের উদ্দেশ্য বলেন, আপনার আতালেকে সন্ত্রাসী বললে আমরা আশ্চর্য হইনা। কারণ আপনাদের পাশে না থাকলে প্রত্যেককেই এ কথা বলেন।
তিনি বলেন, কিন্ত সবচেয়ে বড় সন্ত্রাসী হলো তারা যারা এখানে বসে আছে। এরপর মূলত দুই পক্ষের মধ্যে হট্টগোল শুরু হয়।
সূত্র: ইউরো নিউজ