ওয়াশিংটন ডিসি বিশ্বের অন্যতম বিপজ্জনক শহর: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ০৯:০৬ পিএম
ছবি : সংগৃহীত
ওয়াশিংটন ডিসিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শহরগুলোর একটি হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৯ আগস্ট) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ট্রাম্প বলেন, ওয়াশিংটন ডিসিতে সহিংস অপরাধের মাত্রা এতটাই বেড়েছে যে শহরটি এখন বিশ্বের বিপজ্জনক শহরগুলোর তালিকায় উঠে এসেছে। তিনি জানান, আগামী সোমবার হোয়াইট হাউসে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে শহরটির অপরাধ পরিস্থিতি চিহ্নিত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।
এর আগে ৬ আগস্ট ট্রাম্প জানিয়েছিলেন, ওয়াশিংটন ডিসির রাস্তায় নজরদারি জোরদার করতে তিনি ন্যাশনাল গার্ড মোতায়েনের বিষয়টি বিবেচনা করছেন।



