প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক অবনতির বিষয়ে মোদি সরকারকে সতর্ক করলেন শারদ পাওয়ার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ০৮:২৩ পিএম
ছবি : সংগৃহীত
ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতিকে ‘উপেক্ষাযোগ্য নয়’ বলে মন্তব্য করেছেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান শারদ পাওয়ার। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। খবর ইকোনমিক টাইমসের।
শনিবার (৯ আগস্ট) মহারাষ্ট্রের নাগপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শারদ পাওয়ার বলেন, “বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের মতো দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমশ তিক্ত হয়ে উঠছে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই প্রধানমন্ত্রী মোদির উচিত বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা।”
তিনি আরও বলেন, “আজ পাকিস্তান তো আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কিন্তু শুধু তারাই নয়—নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপের মতো দেশগুলোও ভারতের প্রতি অসন্তুষ্ট। তারা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কোন্নয়নে মনোযোগ দেওয়া এখন সময়ের দাবি।”
আন্তর্জাতিক বাণিজ্য প্রসঙ্গে কথা বলতে গিয়ে শারদ পাওয়ার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, “ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের চাপ প্রয়োগের কৌশল। এই পরিস্থিতিতে জাতীয় স্বার্থ রক্ষায় জনগণের উচিত সরকারকে সমর্থন দেওয়া।”
উল্লেখ্য, রাশিয়া থেকে তেল আমদানির জেরে গত ৬ আগস্ট ট্রাম্প এক নির্বাহী আদেশে ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন। এর মধ্যে ২৫ শতাংশ শুল্ক ইতোমধ্যে কার্যকর হয়েছে, আর বাকি ২৫ শতাংশ কার্যকর হবে ২৭ আগস্ট থেকে।



