Logo
Logo
×

আন্তর্জাতিক

গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে পরমাণু বিজ্ঞানীর মৃত্যুদণ্ড কার্যকর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ০৮:০৪ পিএম

গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে পরমাণু বিজ্ঞানীর মৃত্যুদণ্ড কার্যকর

ছবি : সংগৃহীত

ইরানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে রুজবেহ ভাদি নামের একজন পারমাণবিক বিজ্ঞানীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার দেশটির বিচার বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।

রুজবেহ ভাদি ছিলেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার অধীনে পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউটের সদস্য। গুগল স্কলার প্রোফাইল অনুযায়ী, তিনি রিঅ্যাক্টর ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেট ডিগ্রিধারী এবং ২০১১ সালে ইরানের সিনিয়র পারমাণবিক বিশেষজ্ঞদের সঙ্গে একটি গবেষণাপত্রে সহ-লেখক ছিলেন। ওই গবেষণায় অংশ নিয়েছিলেন আব্দুলহামিদ মিনুচেহর এবং আহমেদ জোলফাগারি, যারা সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সংঘাতে নিহত হন।

আমির কবির বিশ্ববিদ্যালয়ের টেলিগ্রাম চ্যানেল জানিয়েছে, ভাদি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট স্নাতক। তিনি নিহত দুই বিজ্ঞানীর সঙ্গে গবেষণায় যুক্ত ছিলেন।

সরকারি সংবাদমাধ্যম ‘মিজান’ জানিয়েছে, ভাদি ইচ্ছাকৃতভাবে এবং সচেতনভাবে মোসাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। তাকে অনলাইনে নিয়োগ দেওয়া হয় এবং মোসাদের একজন কর্মকর্তা তার যাচাই-বাছাই করেন। পরে ‘কেভিন’ নামে পরিচিত একজন হ্যান্ডলারের অধীনে তাকে দায়িত্ব দেওয়া হয়।

বিচার বিভাগ জানায়, ভাদির কর্মক্ষেত্র ও তথ্যপ্রবেশের সুযোগ তাকে মোসাদের জন্য ‘উচ্চ-মূল্যবান উৎস’ হিসেবে চিহ্নিত করে। তাকে সংস্থার শীর্ষ বিভাগে যুক্ত করা হয় এবং প্রতি মিশনের জন্য পুরস্কারের পরিবর্তে মাসিক ভিত্তিতে ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের মাধ্যমে অর্থ প্রদান করা হতো।

মামলার নথিতে উল্লেখ রয়েছে, নিরাপদ যোগাযোগের জন্য তাকে একটি বিশেষ ফোন, ল্যাপটপ এবং দুটি ফ্ল্যাশ ড্রাইভ কিনতে বলা হয়। এরপর তাকে প্রযুক্তিগত প্রশিক্ষণ দেওয়া হয় এবং সফল প্রশিক্ষণের পর শ্রেণিবদ্ধ ও সংবেদনশীল তথ্য সংগ্রহ ও প্রেরণের দায়িত্ব দেওয়া হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন