ইসরায়েলে হামলা চালিয়েই যাচ্ছে ইয়েমেন
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০২:৩৯ পিএম
ইসরায়েলে হামলা চালিয়েই যাচ্ছে ইয়েমেন থেকে আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি। জেরুজালেমসহ ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা শুক্রবার ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করেছে।
আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, ‘কিছুক্ষণ আগে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানোর পর, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে’।
হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি একটি ভিডিও বিবৃতিতে বলেছেন, ‘হুতিরা ‘ফিলিস্তিন ২' হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে’ ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলে তাদের ফিলিস্তিনি মিত্র হামাসের হামলার পর থেকে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলের বিরুদ্ধে বারবার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে।
হুতিরা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে কাজ করছে বলে দাবি করে। তারা মার্চ মাসে শেষ হওয়া গাজায় দুই মাসের যুদ্ধ বিরতির সময় তাদের হামলা স্থগিত করেছিল। কিন্তু ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করার পর আবার হামলা শুরু করে।



