ছবি - সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে একটি বারে গুলিতে চারজন নিহত হওয়ার ঘটনায় এক সন্দেহভাজন পালিয়ে বেড়াচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে দশটার দিকে অ্যানাকোন্ডা শহরের আউল বারে এ গুলির ঘটনা ঘটে বলে মন্টানার অপরাধ তদন্ত বিভাগের বরাত দিয়ে জানিয়েছে সিবিএস নিউজ।
যুক্তরাষ্ট্রের অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরো (এটিএফ) জানিয়েছে, তারা অ্যানাকোন্ডার একটি ব্যবস্থা প্রতিষ্ঠানে একাধিক ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মাঠে নেমেছে।
অ্যানাকোন্ডা একসময় তামা পরিশোধনের হাব ছিল। দক্ষিণ-পশ্চিম মন্টানার এ শহরের জনসংখ্যা প্রায় ১০ হাজার, এটি মন্টানার অন্যতম গুরুত্বপূর্ণ শহর বোজম্যানের ১৭৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।



