ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির পদক্ষেপে ইউরোপের প্রশংসা এরদোগানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ০২:৫৬ পিএম
ছবি : সংগৃহীত
ইউরোপীয় দেশগুলোর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি এ পদক্ষেপকে মানবিক মূল্যবোধের গুরুত্বপূর্ণ প্রকাশ বলে উল্লেখ করেন।
এরদোগান বলেন, “বিশেষ করে ফ্রান্স ও ব্রিটেন থেকে আসা সাম্প্রতিক মানবিক প্রতিক্রিয়াগুলো আমরা অত্যন্ত মূল্যবান মনে করি। ফিলিস্তিনের স্বীকৃতির জন্য গৃহীত প্রতিটি পদক্ষেপকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই।” তিনি আরও যোগ করেন, “গাজায় সংঘটিত নৃশংসতার মুখে কোনো বিবেকবান মানুষ চুপ থাকতে পারে না। শিশুরা খাবারের অভাবে মারা যাচ্ছে, আর খাদ্যের সন্ধানে বের হলে সাধারণ মানুষ গুলিবিদ্ধ হচ্ছেন — এটা গ্রহণযোগ্য নয়।”
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির পরিকল্পনা প্রকাশ করেছে ইউরোপীয় দেশ পর্তুগাল। তাদের প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে এই স্বীকৃতি আনুষ্ঠানিকভাবে দেওয়া হতে পারে।
এছাড়া কানাডাও একই পরিকল্পনার কথা জানিয়েছে। তবে কানাডা তার স্বীকৃতি নির্ভর করছে কয়েকটি শর্তের ওপর:
ফিলিস্তিন কর্তৃপক্ষকে মৌলিক শাসন সংস্কার
হামাসকে বাদ দিয়ে ২০২৬ সালের সাধারণ নির্বাচন
নিরস্ত্রীকরণের স্পষ্ট প্রতিশ্রুতি
এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও ফিলিস্তিন স্বীকৃতির বিষয়ে ইতিবাচক বার্তা দেন।
জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে এখন পর্যন্ত প্রায় ১৫০টি দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।



