Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি আগ্রাসনে বাস্তুচ্যুত ৯০ শতাংশ মানুষ

Icon

আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৩:১৮ পিএম

গাজায় ইসরায়েলি আগ্রাসনে বাস্তুচ্যুত ৯০ শতাংশ মানুষ

ছবি - সংগৃহীত

গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসন থামছেই না। এরই মধ্যে অবরুদ্ধ এই উপত্যকায় ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এছাড়া ইসরায়েলের চলমান আগ্রাসনে গাজার প্রায় ৯০ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় ৬০ হাজার ৩৪ জন নিহত এবং এক লাখ ৪৫ হাজার ৮৭০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এদিকে ২০ লাখ ফিলিস্তিনি বর্তমানে ইসরায়েলি হামলার পাশাপাশি ভয়াবহ দুর্ভিক্ষের মুখে রয়েছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা অনেক ফিলিস্তিনিও ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে। মে মাস থেকে এ পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক হাজারের বেশি ফিলিস্তিনি। যদিও ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা কেবল হুমকি মনে করলে সতর্কতামূলক গুলি ছোড়ে। এছাড়া হামাসের উপস্থিতি টের পেলেই কোনো স্থাপনায় হামলা চালায় তারা।

অনাহারে মৃত্যু
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, চলতি মাসে অপুষ্টিজনিত কারণে গাজায় ৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে পাঁচ বছরের কম বয়সি শিশু রয়েছে ২৪ জন। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধ শুরুর পর থেকে অপুষ্টিজনিত কারণে মোট ৮৮ শিশুর মৃত্যু হয়েছে। শুধু চলতি মাসেই অপুষ্টিজনিত কারণে ৫৮ জন প্রাপ্তবয়স্কের মৃত্যু হয়েছে।

খাদ্য সংকট নিয়ে কাজ করা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) জানিয়েছে, গাজা গত দুই বছর ধরে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে। তবে ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপ পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, গাজায় সৃষ্ট এই দুর্ভিক্ষ নিয়ে তথ্য-প্রমাণ স্পষ্ট— এবং সেগুলো অস্বীকার করার উপায় নেই।

তবে ইসরায়েলের কারণে গাজায় দুর্ভিক্ষ তৈরি হয়েছে— এমন অভিযোগ অস্বীকার করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডন সার বলেন, দুর্ভিক্ষ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যে আলোচনা চলছে, তা বিকৃত আন্তর্জাতিক চাপ প্রয়োগের একটি অংশ।

এদিকে সম্প্রতি গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। এর পরপরই জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের বিমানবাহিনীর কার্গো বিমান গাজায় আকাশপথে ত্রাণ ফেলতে শুরু করে। ফ্রান্স ও জার্মানিও এই কার্যক্রমে যোগ দেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করেছে।  তবে আকাশ থেকে ফেলা ত্রাণের বেশিরভাগই পড়ছে ‘রেড জোনে’, যেখান থেকে ইসরায়েলি সেনাবাহিনী আগেই ফিলিস্তিনিদের সরে যেতে বলেছে।

মঙ্গলবার অনেককে ত্রাণের জন্য ভূমধ্যসাগরে ঝাঁপ দিতে দেখা গেছে। অনেককে ভেজা চায়ের প্যাকেট বা আটা নিয়ে ফিরতে দেখা গেছে। একজনের হাতে ছিল এক ক্যান শস্যদানা। মোমেন আবু আতাইয়া নামে এক ফিলিস্তিনি বলেন, আমি ত্রাণ নিতে সাগরে নেমেছিলাম। প্রায় ডুবে যাচ্ছিলাম। শেষ পর্যন্ত মাত্র তিন প্যাকেট বিস্কুট সংগ্রহ করতে পেরেছি।’

জাতিসংঘ ও অন্যান্য মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই গাজায় আকাশপথে ত্রাণ পাঠানো নিয়ে সংশয় প্রকাশ করে আসছে। তাদের মতে, এই পদ্ধতিতে ত্রাণ দেওয়া ব্যয়বহুল এবং স্থলপথে সহায়তা পাঠানোর তুলনায় অনেক কম ত্রাণ পৌঁছায়।

তাছাড়া ত্রাণের প্যাকেটগুলো ভিড়ের মধ্যে পড়লে আহত বা নিহত হওয়ার ঝুঁকি থাকে। সেই সঙ্গে হাজারো মানুষ একত্রে ছুটে আসায় মারাত্মক পদদলিত হওয়ার ঘটনাও ঘটতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন তারা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন