ছবি : সংগৃহীত
রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর চার দফায় সুনামি আঘাত হেনেছে, যার মধ্যে তৃতীয় ঢেউটি সবচেয়ে ভয়ঙ্কর ছিল বলে জানিয়েছেন স্থানীয় মেয়র।
বুধবার (৩০ জুলাই) আলজাজিরা ও ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশ সময় দুপুরে চতুর্থ ঢেউ রাশিয়ার সাখালিন অঞ্চলের সেভেরো-কুরিলস্ক শহরে পৌঁছায়। তবে ওই ঢেউটি ছিল দুর্বল।
সেভেরো-কুরিলস্ক শহরের মেয়র আলেকজান্ডার ওভসিয়ানিকভ জানান, “তৃতীয় ঢেউ বন্দরের অবকাঠামোর বড় ক্ষতি করেছে এবং পুরো ছোট নৌবহরটিকে সমুদ্রে টেনে নিয়ে গেছে। কিছু জাহাজ তীরে ভেসে এসেছে, আবার কিছু প্রণালীতে ডুবন্ত অবস্থায় রয়েছে।”
তিনি আরও বলেন, শহরটি পাহাড়ে অবস্থিত হওয়ায় সুনামি থেকে তুলনামূলকভাবে নিরাপদ ছিল। দুর্যোগপূর্ণ অঞ্চল থেকে সবাইকে পূর্বেই সরিয়ে নেওয়া হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ভূমিকম্প ও সুনামির কারণে শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং জনগণকে সুনামি সতর্কতা অনুসরণ করে আপদকালীন নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলীয় অঞ্চল থেকে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আশ্রয়কেন্দ্রেই অবস্থান করতে হবে।



