জাপানে ২৪ ঘণ্টারও বেশি স্থায়ী হতে পারে সুনামি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১২:৫৬ পিএম
রাশিয়ার কামচাটকায় ঘটে যাওয়া ৮.৮ মাত্রার ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভয়াবহ সুনামির আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি আগামী ২৪ ঘণ্টারও বেশি স্থায়ী হতে পারে বলে সতর্ক করেছে জাপানের আবহাওয়া বিভাগ।
আজ বুধবার ভোরে ভূমিকম্পটির কিছুক্ষণ পরই ৬.৯ মাত্রার একটি আফটারশক অনুভূত হয়। ফলে সাগরে বিশাল ঢেউয়ের উৎপত্তি ঘটে, যা এসে আঘাত হানে জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোতে। সেখানে ঢেউয়ের উচ্চতা পৌঁছায় প্রায় ৪ মিটার (১২ ফুট)।
জাপানের উত্তর ও পূর্ব উপকূলে এখনও সুনামির ঢেউ আছড়ে পড়ছে, যদিও অধিকাংশ ঢেউ ২ থেকে ৩ ফুটের মধ্যে সীমিত।
জাপানের আবহাওয়া বিভাগের একজন মুখপাত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, “সুনামির বিধ্বংসী শক্তি নির্ভর করে ভূমিকম্পের মাত্রার ওপর। রাশিয়ার মতো শক্তিশালী ভূমিকম্প থেকে এমনই ঢেউ সৃষ্টি হতে পারে যা জোয়ারের সময় আরও ভয়াবহ রূপ নিতে পারে।”
তিনি আরও জানান, ঢেউয়ের উচ্চতা ও শক্তি বাড়তে পারে, তাই সবাইকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার আহ্বান জানানো হয়েছে।



