Logo
Logo
×

আন্তর্জাতিক

রাশিয়ায় ভূমিকম্পের পর সুনামির আঘাত

Icon

আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১২:৪৬ পিএম

রাশিয়ায় ভূমিকম্পের পর সুনামির আঘাত

ছবি - উত্তর কুরিল দ্বীপপুঞ্জে সুনামির ঢেউ

ভূমিকম্পের পর এবার রাশিয়ায় সুনামি আঘাত হেনেছে। প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ভূমিকম্পের পর বুধবার ভোরে উত্তর কুরিল দ্বীপপুঞ্জে সুনামির ঢেউ আঘাত হেনেছে। এর ফলে রাশিয়ার উপকূলীয় শহর সেভেরো-কুরিলস্ক থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে বলে আঞ্চলিক কর্মকর্তারা নিশ্চিত করেছেন। খবর আরটি।

সাখালিন অঞ্চলের গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কো জানিয়েছেন, কামচাটকা উপদ্বীপের কাছে ভূমিকম্প আঘাত হানার কিছুক্ষণ পরেই সেভেরো-কুরিলস্কের উপকূলে সুনামির প্রথম ঢেউ আঘাত হানে।

ওই শহরের জনসংখ্যা প্রায় আড়াই হাজার। স্থানীয় কর্তৃপক্ষ লোকজনকে উপকূল থেকে দূরে উঁচু এলাকায় সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।

লিমারেঙ্কো বলেন, সুনামির হুমকি পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত উঁচুভূমিতে বাসিন্দারা নিরাপদে থাকবেন। জরুরি পরিষেবা প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকায় স্বাভাবিক জীবন পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয় গণমাধ্যম এবং কর্মকর্তাদের শেয়ার করা ফুটেজে দেখা গেছে, উপকূলের কিছু অংশে পানি পৌঁছে যাচ্ছে এবং সুনামির সাইরেন বেজে উঠার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা নিরাপদে সরে গেছেন।

তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে সেভেরো-কুরিলস্কের আলাইদ প্ল্যান্টের মাছ প্রক্রিয়াকরণ প্ল্যান্টটি ডুবে গেছে। সেখানকার সব কর্মীকে জরুরিভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে।

রাশিয়ান জিওফিজিক্যাল সার্ভিস সেভেরো-কুরিলস্কের প্লাবিত উপকূলীয় অঞ্চলের ড্রোন ফুটেজ অনলাইনে শেয়ার করেছে। ইউঝনো-সাখালিনস্ক সিসমিক স্টেশনের প্রধান এলেনা সেমেনোভা আরআইএ নভোস্তিকে জানিয়েছেন, কামচাটকা উপদ্বীপে ভূমিকম্পের পর কুরিল দ্বীপপুঞ্জজুড়ে সুনামির হুমকি ঘোষণা করা হয়েছে।

এদিকে রাশিয়ায় ভূমিকম্প আঘাত হানার পর বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপের উপকূলে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিকভাবে ৮ দশমিক ৭ মাত্রা বলা হলেও পরবর্তীতে জানানো হয় যে, ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

রাশিয়ায় ভূমিকম্পটি অত্যন্ত শক্তিশালী হওয়ায় এটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামির ঝুঁকি তৈরি করেছে। দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক আঞ্চলিক মন্ত্রী সের্গেই লেবেদেভও জানিয়েছেন যে, ওই ভূমিকম্পের ফলে কামচাটকা উপকূলে তিন থেকে চার মিটার উচ্চতার সুনামি সৃষ্টি হয়েছে।

রাশিয়াসহ জাপানের হোক্কাইডো থেকে কিউশু পর্যন্ত উপকূলীয় অঞ্চলে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পুরো অংশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে আলাস্কার দূরবর্তী আলেউটিয়ান দ্বীপপুঞ্জের কিছু অংশে, প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপ এবং হাওয়াই দ্বীপপুঞ্জেও সুনামি সতর্কতা জারি আছে।

এছাড়া ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূকম্পন সংস্থা সুনামি সতর্কতা জারি করেছে। ইন্দোনেশিয়ায়ও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বড় ধরনের সুনামির আশঙ্কা না থাকলেও বাসিন্দাদের উপকূল এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন