Logo
Logo
×

আন্তর্জাতিক

সিরিয়ায় নির্বাচনের তারিখ ঘোষণা

Icon

আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৪ এএম

সিরিয়ায় নির্বাচনের তারিখ ঘোষণা

ছবি - অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা

অন্তর্বর্তী সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে সিরিয়া। চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি অনুষ্ঠিত হতে পারে এ নির্বাচন। মূলত আইনসভা চালু করতেই ভোট আয়োজন করছে দেশটির সরকার। ঘোষণা অনুসারে, স্থানীয় নির্বাচনী সংস্থাগুলো দুই-তৃতীয়াংশ আইনপ্রণেতাদের নির্বাচন করবে এবং বাকিদের নাম ঘোষণা করবেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।

স্থানীয় সময় রোববার এ ঘোষণা দিয়েছে সিরিয়ান নির্বাচনী কর্তৃপক্ষ। খবর ফ্রান্স ২৪।

প্রায় ১৪ বছর ধরে চলা গৃহযুদ্ধের পর গত বছরের ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন হয়। আইনসভা ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আহমেদ আল-শারা। সিরিয়ার সংস্কার ও রাষ্ট্র পুনর্গঠনে পাঁচ বছর অন্তর্বর্তী সরকার পরিচালনার ঘোষণা দেন তিনি। ফলে আসন্ন পার্লামেন্ট নির্বাচন মূলত প্রেসিডেন্ট শারার হাতকেই আরও শক্তিশালী করবে বলে মত বিশ্লেষকদের।

এর আগে গত জুনে, রাষ্ট্রপতির এক আদেশে ১০ সদস্যের একটি নির্বাচনী কমিটি গঠন করা হয়। সেই কমিটিই নতুন আইনপ্রণেতাদের নির্বাচন পরিচালনা করবে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, সম্প্রতি কমিটির প্রধান মোহাম্মদ তাহা আল-আহমাদ নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে প্রেসিডেন্ট শারার সঙ্গে দেখা করেন। সেখানে অন্তর্বর্তী সরকারের আইনসভার জন্য নতুন ২১০ জন আইনপ্রণেতা রাখার পরিকল্পনা করা হয়। এর মধ্যে স্থানীয় নির্বাচনী সংস্থাগুলো ১৪০ সদস্য নির্বাচন করবে এবং বাকি ৭০ জনকে মনোনয়ন দেবেন প্রেসিডেন্ট।

মোহাম্মদ তাহা আল-আহমাদ বলেন, সংসদ সদস্যদের নির্বাচন ১৫-২০ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। এই প্রক্রিয়ায় নারীদের প্রতিনিধিত্বও নিশ্চিত করা হবে।

পরবর্তী স্থায়ী সংবিধান গৃহীত না হওয়া এবং নতুন নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত এই সংসদ আইন প্রণয়নের ক্ষমতা প্রয়োগ করতে পারবে, জানান তিনি।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন