Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ইইউ পণ্যে ১৫% শুল্ক, ‘সবচেয়ে বড় চুক্তি’ বললেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১০:৩৫ এএম

যুক্তরাষ্ট্রে ইইউ পণ্যে ১৫% শুল্ক, ‘সবচেয়ে বড় চুক্তি’ বললেন ট্রাম্প

ছবি - সংগৃহীত

কয়েক সপ্তাহের নিবিড় আলোচনার পর অবশেষে বাণিজ্য চুক্তিতে পৌঁছেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্য কর্মকর্তারা।

চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ইউরোপীয় ইউনিয়নের সব রপ্তানি পণ্যের ওপর শুল্ক থাকবে ১৫ শতাংশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আগে ইইউ পণ্যে উচ্চহারে শুল্ক আরোপের যে হুমকি দিয়েছিলেন, তার তুলনায় এই শুল্ক কম। ট্রাম্প গত ১২ জুলাইয়ে ইইউ পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিয়েছিলেন। আর এর আগে ২ এপ্রিলে তিনি দিয়েছিলেন ২০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি। এবার ইইউ এর সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়ে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যে ইইউ শুল্ক আরোপ করবে না। এই চুক্তি উভয় পক্ষের জন্যই সন্তোষজনক বলে উল্লেখ করেন তিনি।

রোববার স্কটল্যান্ডে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বাণিজ্য চুক্তির এই ঘোষণা দেন। তিনি একে ‘এ যাবৎকালের সবচেয়ে বড়’ চুক্তি আখ্যা দেন।

ওদিকে, ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ফন ডার লিয়েন বলেন, “চুক্তিটি স্থিতিশীলতা বয়ে আনবে। আটলান্টিকের দুই পারেই আমাদের ব্যবসার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ।” তিনিও একে এক ‘বিশাল চুক্তি’ বলে অভিহিত করেন।

ইইউ শত শত কোটি ডলারের বিনিয়োগ ও জ্বালানি ক্রয়ের প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। নতুন এই চুক্তি আগামী শুক্রবার থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বিবিসি।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন