৩ প্রদেশের সব স্কুল বন্ধ ঘোষণা করেছে থাইল্যান্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৮:০৭ পিএম
ছবি : সংগৃহীত
থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে দুই দেশের সেনাবাহিনী পাল্টাপাল্টি গোলাবর্ষণে লিপ্ত হলে তিন প্রদেশে সব স্কুল বন্ধ ঘোষণা করে থাই কর্তৃপক্ষ।
থাইল্যান্ডের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সুরিন প্রদেশের ফানম ডং রাক, সিসাকেট এবং বুড়িরাম এলাকার সীমান্তবর্তী স্কুলগুলো অবিলম্বে বন্ধ ঘোষণা করা হয়।
এদিকে কম্বোডিয়া কর্তৃপক্ষও বিপজ্জনক এলাকা থেকে শিক্ষার্থী ও শিক্ষকদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে। বিবৃতি অনুযায়ী, তারা যেকোনো সময়ের হামলার জন্য প্রস্তুত।
বৃহস্পতিবার ভোরে বিতর্কিত সীমান্তে দুই দেশের সেনাদের গোলাগুলির ঘটনা ঘটলে সংঘাত আরও তীব্র হয়। কম্বোডিয়ার পক্ষ থেকে বিধ্বংসী রকেট হামলা চালানো হয় থাইল্যান্ডের কয়েকটি এলাকায়, যার মধ্যে একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়।
থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী সোমসাক থেপসুথিন জানিয়েছেন, সহিংসতায় ১১ জন বেসামরিক নাগরিক ও একজন সেনা নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন ৮ বছর বয়সী শিশুও রয়েছে।
প্রতিরোধ হিসেবে থাইল্যান্ডের বিমান বাহিনী সীমান্তের ওপারে এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে পাল্টা আক্রমণ চালিয়েছে।
এই দ্বিপাক্ষিক সংঘাত আঞ্চলিক স্থিতিশীলতায় নতুন আশঙ্কা তৈরি করছে, বিশেষ করে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা ও শিক্ষাব্যবস্থায় তাৎক্ষণিক প্রভাব ফেলেছে।



