Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলার পর ইরানের কারাগারে অমানবিক পরিস্থিতি

Icon

আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১২:৪৭ পিএম

ইসরায়েলি হামলার পর ইরানের কারাগারে অমানবিক পরিস্থিতি

ছবি - সংগৃহীত

ইরানের সঙ্গে যুদ্ধের সময় কুখ্যাত ইরানি কারাগারে হামলা চালায় ইসরায়েল। ওই হামলার এক মাস পেরিয়ে গেছে। সেখানকার বন্দিদের সে সময় অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু তাদের যেখানে রাখা হয়েছে সেখানকার অবস্থা ভয়াবহ। বন্দিরা বলছেন, তাদের অন্য কারাগারে স্থানান্তরের পর অসহনীয় এবং অমানবিক পরিস্থিতিতে রাখা হচ্ছে। যদিও কর্তৃপক্ষ তাদের ভালোভাবে রাখার প্রতিশ্রুতিই দিয়েছিল।

তেহরানের এভিন কারাগার থেকে স্থানান্তরিত কিছু বন্দি বলেছেন, তারা এখনো অতিরিক্ত কক্ষ, বিছানা এবং শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থার সুবিধা পাচ্ছেন না। সীমিত সংখ্যক টয়লেট, ঝরনা এবং পোকামাকড়ের উপদ্রবের মতো সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা।

এভিন থেকে স্থানান্তরিত বন্দিদের পরিবারের সদস্যদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে বিবিসি। এসব সদস্য নিজেদের এবং বন্দিদের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণে নাম প্রকাশ না করার শর্তে কথা বলতে রাজি হয়েছেন।

গত ২৩ জনু ইরানের এভিন কারাগার লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলায় ৮০ জন নিহত হয়, যার মধ্যে পাঁচজন বন্দি, ৪১ জন কারাকর্মী এবং ১৩ জন সামরিক সদস্য ছিলেন।

ওই কারাগারে হাজার হাজার নারী-পুরুষ বন্দি ছিলেন। যাদের মধ্যে বিশিষ্ট রাজনৈতিক ভিন্নমতাবলম্বী, মানবাধিকার রক্ষাকারী, সাংবাদিক এবং দ্বৈতবিদেশি নাগরিক, সেই সাথে ধর্মীয়জাতিগত সংখ্যালঘু সদস্যরাও ছিলেন

হামলার পর সব বন্দিকে পরবর্তীতে অন্য কারাগারে স্থানান্তর করা হয়যাচাইকৃত ভিডিও এবং স্যাটেলাইট চিত্রে কমপ্লেক্সের মধ্যে বেশ কয়েকটি ভবনের ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে মেডিকেল ক্লিনিক, ভিজিটর সেন্টার, প্রসিকিউটরের অফিস এবং একটি প্রশাসনিক ভবন।

ইসরায়েলি সামরিক বাহিনী কারাগারটিকে ‘ইরানি জনগণের জন্য নিপীড়নের প্রতীক’ হিসেবে বর্ণনা করেছে। তাদের দাবি, তারা বেসামরিক ব্যক্তিদের ক্ষতি কমানোর জন্য সুনির্দিষ্টভাবে হামলা চালিয়েছে। অপরদিকে ইসরায়েলের হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছে ইরান।

গত ১৩ জুন ইরানজুড়ে সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে আকস্মিক বোমা হামলা চালায় ইসরায়েল। পরবর্তীতে ইরানও ইসরায়েলে পাল্টা হামলা চালায়। এতে দুপক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন