পাকিস্তানে বিভিন্ন অঞ্চলে দুর্যোগপূর্ণ অবস্থা, ২২১ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১১:৪৬ এএম
ছবি : সংগৃহীত
পাকিস্তানে প্রবল বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের ফলে দেশজুড়ে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। মৃতের সংখ্যা পৌঁছেছে অন্তত ২২১ জনে, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। মঙ্গলবার দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) এই তথ্য নিশ্চিত করেছে।
বর্ষা মৌসুমের শুরু থেকে দেশজুড়ে বজ্রপাত, ভূমিধস, আকস্মিক বন্যা এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫৯২ জন আহত হয়েছেন। মাত্র ২৪ ঘণ্টায় গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল পাঞ্জাব, যেখানে প্রাণ হারিয়েছেন ১৩৫ জন এবং আহত হয়েছেন ৪৭০ জন।
এনডিএমএ জানিয়েছে—
খাইবার পাখতুনখোয়ায় প্রাণহানি হয়েছে ৪০ জনের, সিন্ধুতে ২২ জন, বেলুচিস্তানে ১৬ জন, আজাদ কাশ্মীরে ১ জন, গিলগিট-বালতিস্তানে ৩ জন এবং ইসলামাবাদে মারা গেছেন ১ জন।
বেশিরভাগ মৃত্যু ঘটেছে ঘরবাড়ি ধসে পড়া, পানিতে ডুবে যাওয়া, পাহাড়ি ঢল ও বজ্রপাতে। গত ২৪ ঘণ্টায় ধসে পড়েছে ২৫টি বাড়ি, মারা গেছে পাঁচটি গবাদিপশু। পুরো বর্ষা মৌসুমে এখন পর্যন্ত ৮০৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়েছে এবং মারা গেছে প্রায় ২০০টি গবাদি পশু।
বন্যা ও ভূমিধসের কারণে বাবুসার অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। মুষলধারে বৃষ্টির কারণে বাবুসার টপের আশপাশে ৭-৮ কিলোমিটার এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্তত ১৪-১৫টি রুট বন্ধ করে দেওয়া হয়েছে এবং আটকে পড়া পর্যটকদের নিরাপদে চিলাসে সরিয়ে নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ সতর্কতা অবলম্বনের জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে। বিশেষ করে বন্যাপ্রবণ এলাকা, খোলা মাঠ ও বৈদ্যুতিক তার বা খুঁটির কাছাকাছি অবস্থান না করার নির্দেশনা দেওয়া হয়েছে।



