Logo
Logo
×

আন্তর্জাতিক

বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় নরেন্দ্র মোদির শোক প্রকাশ, সহযোগিতার আশ্বাস

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৯:২২ পিএম

বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় নরেন্দ্র মোদির শোক প্রকাশ, সহযোগিতার আশ্বাস

ছবি - ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিয়োগান্তক এ দুর্ঘটনায় বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে তিনি ভারতের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।

আজ সোমবার সন্ধ্যায় নরেন্দ্র মোদি তাঁর এক্স হ্যান্ডলারে এক পোস্টে এ কথা বলেন। নরেন্দ্র মোদি লিখেছেন, ‘ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও দুঃখ প্রকাশ করছি, যেখানে মৃতদের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী। পরিবারগুলোর জন্য আমাদের হৃদয় শোকাহত। আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করছি। ভারত বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং সম্ভাব্য সব সহায়তা ও সহযোগিতা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে।’


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন