Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতে ৬০টির বেশি স্কুলে বোমা হামলার হুমকি

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ০৪:৩২ পিএম

ভারতে ৬০টির বেশি স্কুলে বোমা হামলার হুমকি

ভারতের রাজধানী দিল্লি ও বেঙ্গালুরুর ৬০টির বেশি স্কুলে ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এই হুমকির পর ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছে পুলিশ বাহিনী। দেশটির গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির ২০টি এবং বেঙ্গালুরুর ৪০টি স্কুলে এই ধরনের হুমকি পাঠানো হয়েছে বলে জানা গেছে।

দিল্লি পুলিশ জানায়, বোমা নিষ্ক্রিয়কারী দল এবং দমকল বিভাগের সদস্যরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায়। শিক্ষার্থী ও কর্মীদের দ্রুত স্কুল ভবন থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং পুরো স্কুল চত্বর তল্লাশি করা হয়। দুপুরের মধ্যেই নিশ্চিত হওয়া যায়, কোথাও কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। ফলে এই হুমকিগুলোকে সম্ভবত ভুয়া বলেই বিবেচনা করা হচ্ছে।

দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, এক হুমকিমূলক ই-মেইলে দাবি করা হয় যে, স্কুলের শ্রেণিকক্ষগুলোতে একাধিক বিস্ফোরক বসানো হয়েছে। সেগুলো কালো প্লাস্টিক ব্যাগে লুকানো রয়েছে। প্রেরক আরো লেখে, ‘আমি এই পৃথিবী থেকে তোমাদের সবাইকে মুছে ফেলব।’

দিল্লিতে রোহিনীর অভিনব পাবলিক স্কুল এবং পশ্চিম বিহারের রিচমন্ড গ্লোবাল স্কুলএই দুটি স্কুল বিগত কয়েকদিন ধরে বারবার হুমকির টার্গেট হয়েছে।

বেঙ্গালুরুতে আরআর নগর ও কেঙ্গেরিসহ শহরের বিভিন্ন এলাকায় অন্তত ৪০টি বেসরকারি স্কুল আজ সকালে বোমা হুমকিসংবলিত ই-মেইল পায়। বেশিরভাগ স্কুল ইতোমধ্যেই তল্লাশি করা হয়েছে এবং কোথাও কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ই-মেইল পাঠানো ব্যক্তি মানসিকভাবে অস্থির হতে পারে।

ভারতের পুলিশ জানায়, এই হুমকিগুলো একটি সংগঠিত প্রচেষ্টা কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে এবং ই-মেইলগুলোর সোর্স শনাক্তে সাইবার বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন