Logo
Logo
×

আন্তর্জাতিক

সিরিয়ায় ইসরায়েলের হামলা, কঠোর বার্তা এরদোয়ানের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৯:৪৫ পিএম

সিরিয়ায় ইসরায়েলের হামলা, কঠোর বার্তা এরদোয়ানের

ছবি : সংগৃহীত

সিরিয়ার রাজধানী দামেস্কসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে দুই দেশের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি ইসরায়েলের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন এবং হামলাকে ‘অগ্রহণযোগ্য’ ও ‘আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি’ হিসেবে আখ্যায়িত করেছেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রয়টার্সের বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানায়, এরদোয়ান সিরিয়ার নেতা আহমেদ আল-শারার সঙ্গে ফোনে কথা বলেন এবং ইসরায়েলি হামলার বিষয়ে আলোচনা করেন।

তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর জানায়, এরদোয়ান সিরিয়ার দ্রুজ জনগোষ্ঠীর ওপর হামলার নিন্দা জানান এবং আঙ্কারার পক্ষ থেকে যুদ্ধবিরতির চুক্তিকে স্বাগত জানান। অপরদিকে, শারা তুরস্কের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষায় এরদোয়ানের অবস্থানকে সাহসজনক বলে উল্লেখ করেন।

ইসরায়েল দাবি করেছে, তারা দ্রুজ সংখ্যালঘুদের সরকারি বাহিনীর গণহত্যা থেকে রক্ষা করতে হস্তক্ষেপ করেছে। তবে সিরিয়া জানিয়েছে, সুয়েইদা প্রদেশে ট্যাংক মোতায়েন ইসরায়েলের বিরুদ্ধে নয়, বরং স্থানীয় সংঘর্ষ নিয়ন্ত্রণে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সুয়েইদার সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ২৫০ জন নিহত হয়েছেন। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় আরও তিনজন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন