Logo
Logo
×

আন্তর্জাতিক

উড্ডয়নের পরই যুক্তরাজ্যে বিধ্বস্ত হয় বিমান

Icon

আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৯:৫০ এএম

উড্ডয়নের পরই যুক্তরাজ্যে বিধ্বস্ত হয় বিমান

ছবি - সংগৃহীত

দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের এসেক্স জেলার সাউথএন্ড বিমানবন্দরে উড্ডয়নের পরই বিধ্বস্ত হয়েছে একটি বিচক্র্যাফট বি-২০০ উড়োজাহাজ। রোববার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটেছে।


বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এসেক্স পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা জানতে পেরেছি, বিকেল ৪টার দিকে সাউথএন্ড বিমানবন্দরে ১২ মিটার দীর্ঘ একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। আমাদের পুলিশ সদস্যরা এবং জরুরি পরিষেবা কর্মীরা বর্তমানে ঘটনাস্থলে আছেন।’


বিবৃতিতে আরও বলা হয়, সাধারণ লোকজনকে অনুরোধ করছি, যতক্ষণ আমাদের কাজ চলবে; ততক্ষণ যেন তারা বিমানবন্দর এলাকা এড়িয়ে চলেন। বিচক্র্যাফট বি-২০০ একপ্রকার ছোট উড়োজাহাজ। ২ জন পাইলট এবং সর্বোচ্চ ৯ জন যাত্রী নিয়ে বিমানটি উড়তে পারে। দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে কতজন যাত্রী ছিল সে সম্পর্কে কোনো তথ্য দেয়নি এসেক্স পুলিশ। দুর্ঘটনায় হতাহতের সংখ্যাও এখন পর্যন্ত জানা যায়নি।


বিমানবন্দর সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৪টার দিকে সাউথএন্ড বিমানবন্দর থেকে নেদারল্যান্ডসের উদ্দেশে রওনা হয়েছিল বিমানটি; কিন্তু ওড়ার পরমুহূর্তেই তা ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণে দাউদাউ করে জ্বলে ওঠে বিমানের ভগ্নাবশেষকালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক


আগুন নেভাতে বিমানবন্দরে কর্মীবাহিনী পাঠিয়েছে এসেক্স কাউন্টি ফায়ারসার্ভিসএসেক্সভিত্তিক অ্যাম্বুলেন্স পরিষেবা সংস্থা দ্য ইস্ট অব ইংল্যান্ড জানিয়েছে, ইতোমধ্যে ঘটনাস্থলে একটি এয়ার অ্যাম্বুলেন্সসহ চারটি অ্যাম্বুলেন্স পাঠিয়েছে সংস্থাটি


কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নিএদিকে দুর্ঘটনার পর বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষএক বার্তায় সাউথএন্ড বিমানবন্দরের কর্তৃপক্ষ বলেছে, পরবর্তী নোটিশ আসার আগ পর্যন্ত বন্ধ থাকবে বিমানবন্দর


ফ্লাইট ট্র্যাকিং বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ফ্লাইটরাডার ২৪ জানিয়েছে, ধ্বংস হওয়া বিমানটি ছিল নেদারল্যান্ডভিত্তিক উড়োজাহাজ পরিষেবা সংস্থা জিউশ এভিয়েশনের। অসুস্থ রোগীদের পরিবহন করার কাজে ব্যবহার করা হতো উড়োজাহাটিতে এবং সেটির ভেতরে বিভিন্ন মেডিকেল সরঞ্জাম ছিল।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন