ছবি : সংগৃহীত
গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির পথে প্রধান বাধা হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী নেতা ইয়াইর গোলান। শনিবার গুলান এক স্পষ্ট ভাষায় বলেন, “জীবন বাঁচাতে এবং দেশ রক্ষা করতে হলে এই সরকারকে অবিলম্বে বিদায় নিতে হবে।”
তিনি অভিযোগ করেন, নিউইয়র্ক টাইমস–এর সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদন থেকেই প্রমাণ পাওয়া গেছে, নেতানিয়াহু, অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির বারবার রাজনৈতিক স্বার্থে বন্দি বিনিময় ও যুদ্ধবিরতির চুক্তিগুলো বানচাল করেছেন।
এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে গোলান বলেন, “উগ্রপন্থি মন্ত্রিসভার সদস্যরা চুক্তি বাধাগ্রস্ত করছেন। বন্দি ও সেনাদের জীবন তাদের কাছে গৌণ, নিজেদের ক্ষমতা রক্ষা তাদের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, “নেতানিয়াহু, স্মোত্রিচ ও বেন গাভির একটি চরমপন্থি সংখ্যালঘু গোষ্ঠী, যারা পুরো দেশকে দুর্দশার মুখে ঠেলে দিচ্ছেন।”
এই মন্তব্য এমন সময় এসেছে, যখন নিউইয়র্ক টাইমস–এর প্রতিবেদনে জানানো হয়, গাজা যুদ্ধ দীর্ঘায়িত করার সিদ্ধান্ত ছিল মূলত রাজনৈতিক কৌশল। নেতানিয়াহু ও তার জোট সঙ্গীরা মানবিক সংকট অব্যাহত রেখে জনসমর্থন ধরে রাখতে চেয়েছেন।
এরই মধ্যে তেল আবিবে শনিবার রাতে হাজারো মানুষ বন্দি বিনিময়ের দাবিতে বিক্ষোভে অংশ নেন। তারা যুদ্ধ বন্ধ করে গাজায় আটক ইসরায়েলি নাগরিকদের দ্রুত ফিরিয়ে আনার দাবি জানান।
বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে জনরোষ ক্রমেই বাড়ছে, যা রাজনীতিতে নতুন চাপে পরিণত হতে পারে।



